ভোলায় জলবায়ু পরিবর্তনে জেলেদের জীবন মান উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ইয়াছিনুল ঈমন।

ভোলার বিভিন্ন এলাকার জেলে ও তাদের প্রতিনিধিদের সাথে “জলবায়ু পরিবর্তনে সক্ষমতা অর্জনে উপকূলীয় বিপদাপন্ন মৎসজীবি সম্পদায়ের জীবন মান উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার কোষ্ট ট্রাট সিজেআরএফ প্রকল্পের আয়োজনে ভোলা জেলা মৎস কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে ভোলা সদর উপজেলা জলবায়ু ফোরামের সহ-সভাপতি ও ডেইলি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার প্রতিনিধি এডভোকেট কামাল উদ্দিন সুলতানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো: আহসান হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা মো: ফরিদ মিঞা, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গির উদ্দিন আহমদ।
কোস্ট ট্রাস্টের ইকোফিশ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো: জহিরুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন কোস্ট ট্রাস্টের পার্টনারশীপ এন্ড এডভোকেসি সি,জে,আর,এফ প্রকল্পের সমন্বয়কারী মো: সালেহীন সরফরাজ। মূল প্রবন্ধে জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি হুমকিতে থাকা জেলেদের সুরক্ষায় করনীয় বিষয়াবলী তুলে ধরা হয়। মূল প্রবন্ধে জেলেদের সুরক্ষায় কয়েকটি সুপারিশ প্রস্তাব করা হয়।
এ সময় আরো বক্তব্য রাখেন জলবায়ু ফোরাম ভোলা সদর উপজেলার সভাপতি সাংবাদিক মোকাম্মেল হক মিলন, ব্রাক প্রতিনিধি আশরাফুল আলম, কোস্ট ট্রাস্ট সিএফটিএম প্রকল্পের সমন্বয়কারী মো: মিজানুর রহমান, নারীনেত্রী বিলকিস জাহান মুনমুন, ক্ষুদ্র মৎসজীবি সমিতির সভাপতি মো: নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ এরশাদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কোষ্ট ট্রাস্টের আই,ই,সি,এম প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান, সিএফটিএম প্রকল্পের প্রোগ্রাম অফিসার রাজিব ঘোষ, সি,জে,আর,এফ প্রকল্পের টেক্যনিকাল অফিসার মোঃ আতিকুর রহমান, জলবায়ু ফোরাম ভোলা সদর উপজেলা কমিটির সদস্য সাংবাদিক এম. শরীফ হোসাইন, দৈনিক আমাদের অর্থনীতি ও তৃতীয়মাত্রা প্রতিনিধি ইয়াছিনুল ইমন, জলবায়ু ফোরাম ভোলা সদর উপজেলা কমিটির সদস্য এম মইনুল এহসান প্রমূখ।
এসময় বক্তরা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুকিতে থাকা উপকূলীয় ক্ষুদ্র জেলেদের জীবনমান উন্নয়নে সকলের সমন্বিতভাবে উদ্যোগ গ্রহন করতে হবে। সাগর নদীতে সাধারন মৎস জীবিদের মৎস আহরনে নিরাপত্তার ব্যাবস্থা গ্রহন করতে হবে। আমাদের দেশের উপকূলীয় অঞ্চলের অনেকেই মাছ ধরা পেশার সাথে জরিত। বাংলাদেশ পৃথিবীর মধ্যে সর্বাধিক পরিমানে ইলিশ উৎপাদন করে। ইলিশ ছাড়াও অনেক মাছ এই অঞ্চলে উৎপাদন হয়। উপকূলীয় এলাকার অনেকেই এই পেশার সাথে প্রতক্ষ্য বা পরোক্ষ ভাবে জড়িত। বছরে কয়েকরার মৎস প্রজনন, জাটকাসহ বিভিন্ন কারনে মাছ ধরা বন্ধ থাকে। আবার জেলারা ঝড়-জলোচ্ছ্বাসসহ বিভিন্ন কারণে মাছ ধরার সময় নিরাপত্তাহীনতায় ভুগছে। এছাড়াও পুজি সংকটসহ বিভিন্ন কারণে জেলেদের নানা অসুবিধা হয়। এই জেলেদের জন্য যদি সমন্বিত উদ্যোগ গ্রহন করা হয় তাহলে জেলেদের অনেক সমস্য সমাধান করা সম্ভব হবে।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।