শশীভূষণে গায়েবী মামলার আসামী সাংবাদিক শাহীন

চরফ্যাশন প্রতিনিধি। শশীভূষণেককটেল বিস্ফোরণ ঘটনায় পুলিশের দায়েরকরা একটি গায়েবী মামলার অভিযোগপত্রে (চার্জশীটে) সাংবাদিক কামরুজ্জামানশাহীনকে আসামী করা হয়েছে। গত ৭নভেম্বরর শশীভূষণ থানা পুলিশ এইমামলাটির অভিযোগ পত্র আদালতে দাখিলকরেন। এবং  দীর্ঘ দিন বিভিন্ন ভাবে চেষ্টাকরে মামলার অভিযোগ পত্রের কপিপাওয়া যায়নি। মঙ্গলবার (১৩ নভেম্বর)মামলার অভিযোগ পত্রের নকল কপি পেয়েবিষয়টি নিশ্চিত হওয়া যায়।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর রাতে শশীভুষণথানার উত্তর শশীভুষণ সরকারী প্রাথমিকবিদ্যালয়ের সামনে পাকা সড়কের উপর ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায়বৃহস্পতিবার ১১ অক্টোবর সকালে শশীভূষণ থানার উপ-পরিদর্শক বিফুল চন্দ্র বাদী হয়ে ৫জনকে চিহ্নিত করে ও অজ্ঞাতনামা ৮০/৯০ জনকে আসামী করে শশীভুষণ থানায়বিস্ফোরক আইন ও সরকারি কাজে বাঁধা প্রদান এবং সরকার বিরোধী কার্যকালাপেরঅপরাধে মামলা দায়ের করেন। পুলিশ এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করে।

এদিকে সাংবাদিক কামরুজ্জামান শাহীনকে গায়েবী মামলায় আসামী করার ব্যাপারে মামলারতদন্তকারী অফিসার সঠিক কোন উত্তর দিতে অপারগতা প্রকাশ করেন।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেবলেন, শশীভূষণ থানায় আমি কয়েক দিন হলো আসলাম, আমি আসার আগেই মামলার তদন্তশেষ হয়েছে। আমি নতুন এসেছি তাই আমার এ ব্যাপারে কিছু জানা নাই।

কেএস/এফএইচ

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।