ভোলায় বিপুল পরিমান হরিনের মাংস সহ হোটেল কর্মচারী আটক

ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা.কম।
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিপুল পরিমাণ হরিণের মাংসসহ ঝন্টু চন্দ্র দাস নামে এক হোটেল কর্মচারীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার টবগী ইউনিয়নের ৮নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে ১১০ কেজি হরিণের মাংস ও একটি চামড়া উদ্ধার করে পুলিশ।
ঝন্টু দাস পটুয়াখালী জেলার বাউফল উপজেলার উত্তর রাজনগর এলাকার অমল চন্দ্র দাসের ছেলে ও ভোলা সদরের হোটেল আলাউদ্দিনের কর্মচারী।
বোরহানউদ্দিন থানার ওসি অসীম কুমার সিকদার জানান, ভোরে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন এলাকার রাস্তায় টহল পুলিশ একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায়। এসময় বস্তা ভর্তি ১১০ কেজি হরিণের মাংস ও একটি হরিণের চামড়াসহ ঝন্টু দাস নামে এক হোটেল কর্মচারীকে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে ঝন্টুদাস পুলিশকে জানায়, আটকৃত মাংস ও চামড়া ভোলা সদর রোডের আলাউদ্দিন হোটেলের মালিক আলাউদ্দিনের।
এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা দায়েরে প্রস্তুতি চলছে বলেও জানান ওসি

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।