ভোলায় ৭ চরে বিদ্যুৎ সুবিধা দিতে সাবমেরিন ক্যাবলের কাজ শুরু

কাজী মহিবুল্লাহ আযাদ, আমাদের ভোলা.কম।

ভোলার মূল ভূ-খ- থেকে বিচ্ছিন্ন ৭টি চরের মানুষকে বিদ্যুতের আওতায় আনতে সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ শুরু হয়েছে। সোমবার ভোলা সদরের শাহবাজপুর পর্যটন কেন্দ্রের পাশে মেঘনা পাড়ে দোয়া অনুষ্ঠানের পর মাটি কেটে এ ক্যাবল স্থাপনের কাজ শুরু করা হয়। ভোলা সদরের মদনপুর, কাচিয়া, মাঝেরচরসহ ৭টি চরের লক্ষাধিক মানুষকে বিদ্যুতের আওতায় আনার জন্য এ সাব মেরিন ক্যাবল স্থাপনের কাজ শুরু হয়। 

এ সময় উপস্থিত ছিলেন ভোলা পল্লী বিদ্যুতের জিএম মো. আবুল বাশার আজাদ, নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদ, জেলা আওয়ামী লীগ সিনিয়র যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, আরটিভি ও যুগান্তর জেলা প্রতিনিধি অমিতাভ অপুসহ বিভিন্ন এলাকার ইউপি চেয়ারম্যান। পল্লী বিদ্যুতের অধীন টেকনোট্রেডার্স কনস্ট্রাকশন মূল ভূ-খন্ড থেকে মধ্য মেঘনার চরগুলোর মধ্যে ৪ কিলোমিটার সাবমেরিন ক্যাবল স্থাপনের এ কাজ আগামী এক মাসের মধ্যে শেষ করবে বলে জানান পল্লী বিদ্যুৎ বিভাগের জিএম।
এ সময় এলাকাবাসীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভোলার অভিভাবক সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের প্রতি কৃতজ্ঞতা জানান জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।