বোরহানউদ্দিনে গভীর রাতে আগুন, ক্ষতির পরিমান অর্ধ কোটি………………….

নীল রতন, বিশেষ প্রতিনিধি, আমাদের ভোলা.কম

বোরহানউদ্দিন পৌরসভার হাওলাদার মার্কেটে গভীর রাতে বিদ্যুৎ এর সর্টসার্কিট থেকে আগুন লেগে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত ২টার দিকে। এঘটনায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘর মালিক মনির হাওলাদার জানান, প্রতিদিনের ন্যয় তিনি সহ অনান্য তিন ব্যবসায়ী মেসার্স রিয়াজ ইলেক্ট্রিক হাউজ,আলিফ এন্টার প্রাইজ, হাওলাদার ট্রেডার্স, জাহানারা ফ্যাশন দোকান বন্ধ করে বাড়িতে যান। রাত প্রায় ২টার দিকে বাজারে স্থানীয় বাসিন্দা মোঃ নাছির হাওলাদার ফোন দিয়ে বলেন,আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগেছে। এর আগে বাজারের অন্যান্য লোকজন আগুন দেখে প্রায় ১কিলোমিটার দুরে ফায়ার সার্ভিস অফিসে দৌড়ে গিয়ে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ইতিমধ্যে চারটি দোকান ও পিছনে ২টি গোডাউন ঘর পুরে প্রায় অর্ধ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয় বলে জানান ব্যবসায়ীরা। বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার খোরশেদ আলম জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনেন। ঘর মালিক মনির হাওলাদার অভিযোগ করে বলেন, যেহেতু বিদ্যুৎ সার্কিটে আগুনের সুত্রপাত সেহেতু বিদ্যুৎ বন্ধের জন্য বিদ্যুৎ অফিসে ফোন দিলে তারা ফোন রিসিব করেনি। পরে স্থানীয় লোক জন বিদ্যুৎ অফিসে গেলে দেখেন কন্ট্রোলরুমের দ্বায়িত থাকা এক ব্যাক্তি ঘুমাচ্ছেন। ঘর মালিক আরো অভিযোগ করেন,খবর পেয়ে প্রায় ১কিলোমিার দুর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনা স্থলে পৌছলেও ২০০গজ দুরে বিদ্যুৎ অফিসের লোকজনকে ফোন দিলে তারা কোনো প্রকার সহায়তা করেনি। ব্যবসায়ীরা জানান, সঠিক সময়ে বিদ্যুৎ বন্ধ করলে ক্ষয় ক্ষতির পরিমান অর্ধেক হতো। বোরহানউদ্দিন আবাসিক প্রকৌশলী আরাফাত রায়হান জানান, তিনি খবর পাওয়ার সাথে সাথে বিদ্যুতের ফিডার বন্ধ করে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ছবি সংযুক্ত: বোরহানউদ্দিন পৌরসভার হাওলাদার মার্কেটের পুড়ে যাওয়া দোকান ঘর।
২০/০৮/২০১৯ইং

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।