বাউ-ব্রো কালার বাচ্চা নিয়ে কাজ করবে গ্রামীন জণ উন্নয়ন সংস্থা

ইয়াছিনুল ইমন, সম্পাদক ,আমাদের ভোলা.কম ।

দেশের প্রানিসম্পদ খাতগুলির মধ্যে পোল্ট্রি শিল্প এক অনন্য বিকশিত শিল্প হয়ে দাঁড়িয়েছে। দেশের বর্ধিত জনগণের জন্য সবচেয়ে সুলভে প্রাণিজ প্রোটিনের যোগান আসে এ পোল্ট্রি শিল্প থেকেই। পোল্ট্রিজাত পণ্যক কিভাবে সর্বসাধারনের নিকট সহজে গ্রহনযোগ্য ও আকর্ষণীয় করে তোলা যায় লক্ষে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রামীন জণ উন্নয়ন সংস্থা ( জিজেইউএস)কাজ করে যাচ্ছে।পিকেএসএফ এর সহায়তায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) “পারিবারিক,বানিজ্যিক ও প্যারেন্টস্টক খামার পর্যায়ে জলবায়ু সহিষ্ণু কালার ব্রয়লার মুরগি পালনের মাধ্যমে পুষ্টি ও নিরাপত্তা অর্জন ” শীর্ষক উদ্ভাবনীমুলক কৃষিজ উদ্যোগের জন্য খামার পর্যায়ে প্যারেন্টস্টক এর জন্য বাউ-ব্রো কালার বাচ্চা গ্রহনের নিমিত্তে এক সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়।

উক্ত চুক্তিনামায় সংস্থার পক্ষে নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি সায়েন্স বিভাগের প্রফেসর ও প্রকল্প পরিচালক ড.বজলুর রহমান মোল্লা সাক্ষর করেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন সংস্থার উপ-পরিচালক ডাঃখলিলুর রহমান,আবুল হোসেন মিম সহ আরও অনেকে।আশা করি এই চুক্তি সাক্ষরের মধ্যদিয়ে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডশন (পিকেএসএফ) দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও প্রাণিজ প্রোটিন সরবরাহ সহ প্রানিসম্পদ সেক্টরে এক গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।