লালমোহনে পঙ্গু মেয়েকে নিয়ে বিপাকে ষাটোর্ধ বাবা, এমপি শাওন সহ বিত্তবানদের সহযোগিতা কামনা

আওলাদ খান, আমাদের ভোলা.কম।
নুরউদ্দিন মিয়া লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বাড়ি,বয়স আনুমানিক ৬০ বছর, বয়সের ভারে ন্যুজ আর পঙ্গু মেয়েকে নিয়ে খুব অসহায় দিনযাপন করছেন তার পরিবার।

একটি মাত্র ছেলে বেল্লাল ঢাকায় একটি দোকানে থেকে সংসার চালালেও চলমান লকডাউনে সে নিজেই চলতে পারছে না,আর সংসার চালানো এবং বোনের ঔষুধ কিনার টাকা তো দুরের কথা।

নুরউদ্দিন পেশায় দিনমজুর হলেও করোনার কারণে কর্মহীন হয়ে ঘরে পড়ে আছে । তাই না খেয়ে দিনাতিপাত তাদের।
স্থানীয় সংবাদকর্মীর ফোনে কল দিয়ে নিজেদের দুর্দশার কথা তুলে ধরে জানায়, করোনাদুর্যগে অসহায় হয়ে ঘরে অভুক্ত দিন কাটাচ্ছেন তারা।
স্থানীয় চেয়ারম্যান আবুল কাশেম মিয়া এর আগে তাদের আর্থিকভাবে সহযোগিতা করলেও তার পরে আর কোনো জনপ্রতিনিধি আসেনি তার কাছে।
এই করোনাদুর্যগে চেয়ারম্যান আবুল কাশেম মিয়া ছাড়া তাদের খবর নেয়নি কেউ।
৩নং ওয়ার্ড এলাকার এ গ্রামটির বেশিরভাগ মানুষই খেটে খাওয়া।

এদিকে করোনার প্রাদুর্ভাবে লালমোহন- তজুমদ্দিনের কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে দিনরাত ছুটে চলছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। তিনি অসহায়দের খুঁজে খুঁজে সহায়তা প্রদান করেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয়ের কাছে তাদের আকুল আবেদন তিনি যেনো তাদের পরিবারের পাশে দারায়।
নুর উদ্দিন মিয়া(৬০)বছরের বয়স্ক মানুষ,তাছারা তার তিন মেয়ের মধ্য এই পঙ্গু মেয়ে সেতু বেগম(২৫)  কে নিয়ে এখন মানবেতর জীবনযাপন করেন। নুরউদ্দিন মিয়ার
পরিবারের সদস্য সংখ্যা ৬ জন। বয়স্ক নুরউদ্দিন মিয়া এমপি শাওনের সহযোগীতা কামনা করেছেন।

নুুরউদ্দিন মিয়া 01792127394

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।