কবি মোঃ আঃ কুদদূস এর ” মাহে রমাদান “

তৃষিত হৃদয়
বিগলিত হয়
সানুগ্রহে তোমার, হে মহান।

সৌভাগ্য আমার
পেয়েছি আবার
করুণা তব- মাহে রমাদান।

কৃপা অফুরান
সতত সম্মান
মহিমাময় মাসে শুধু মিলে।

প্রাচুর্য তোমার
অবারিত অপার
প্রশান্তি বহে তৃষ্ণার্ত দিলে।

মুক্তির পয়গাম
ভরপূর ধরাধাম
ক্ষমার বৃষ্টি – ঝরঝর ঝড়ে।

মুক্তির সনদ
শান্তি বিনোদ
হেরার রশ্মি – ছড়িয়ে পড়ে।

পথের পাথেয়
অমৃত অমীয়
রোজগার-এ মশগুল সবে।

এমনি মৌসুম
বেগুনা মাসুম
লভিবে আবার কে, কবে?

স্বর্গীয় দূত
তাড়ায় ভূত
বিশ্বময় বহে সুখেরধারা।

সব মুসলমান
পাইবে ত্রাণ
কোলাকুলি করে পরস্পরা।

১৭ মে ২০১৯
ঢাকা।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।