ভোলায় পত্রিকা বিপনন কর্মীদের পাশে সাংবাদিক আহাদ চৌধুরী তুহিন

বিশেষ প্রতিনিধি, আমাদের ভোলা.কম।
দেশে করোনা বিপর্যয়ের কারনে গত প্রায় তিন সপ্তাহ যাবত ভোলা জেলায় সকল জাতিয় ও আঞ্চলিক সংবাদপত্র সরবরাহ বন্ধ রয়েছে। ফলে ভোলার পত্রিকা বিপনন কর্মীরা বেকার অবস্থায় রয়েছে। অনেকেরই ভিন্ন কোন আয়ের ব্যবস্থা না থাকায় পরিবার নিয়ে সমস্যায় পরেছেন । ঠিক এসময় ভোলার পত্রিকা বিপনন কর্মীদের পাশে দাড়িয়েছেন ভোলার সিনিয়র সাংবাদিক দৈনিক ইত্তেফাক,এটিএন বাংলা ও ঢাকা ট্রিবিউন এর ভোলা জেলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন। তিনি ভোলা হকার সমিতির সাথে কথা বলে তাদের তালিকা অনুযায়ি সকল পত্রিকা বিপনন কর্মীকে ১০ কেজি করে চাল এবং ডাল,আলু এবং সাবান প্রদান করেছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) শহরের তালুকদার ভবনে বিপনন কর্মীদের মাঝে তার ব্যক্তিগত সহযোগিতা প্রদান করেন। যেসমস্ত পত্রিকা বিপনন কর্মী আসতে পারেননি তাদের বাড়ীতে এ সহযোগিতা হকার সমিরি মাধ্যমে পৌছে দেয় হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ভোলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হাসেন। আহাদ চৌধুরী তুহিন জানান পত্রিকা বিপনন কর্মীরাও গণমাধ্যমের গুরুত্বপূর্ন অংশ। করোনা বিপর্যয়ের এসময় আর না হোক গণমাধ্যম সংশ্লিদের পত্রিকা বিপনন কর্মীদের পাশে দাড়ানো উচিৎ। তিনি তার ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে ক্ষুদ্র সামর্থের মধ্যে বিপনন কর্মীদের পাশে দাড়িযেছেন এবং করোনা বিপর্যয়ের এ সময় ভোলার যে কোন পত্রিকা বিপনন কর্মীর সমস্যায় তার সাথে যোগাযোগ করলে তিনি তার পাশে সহযোগিতা নিয়ে পাশে থাকবেন। উল্লেখ্য আহাদ চৌধুরী তুহিন ইতিপূর্বে জাতিয় রাজস্ব বোর্ড থেকে সাংবাদিক ক্যাটাগরিতে টেক্স কার্ড লাভ করেছিলেন।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।