ভোলায় বেসরকারি ডায়গানস্টিক স্টাফদের উপর হামলা 

স্টাফ রিপোটার ।
ভোলা সদর হাসপাতালে ভর্তি রোগিকে কেন্দ্র করে এ্যাপলো ডায়গানস্টিক এর স্টাফদের উপর হামলার ঘটনা  ঘটেছে।
হামলায় আহত হাসপাতালে ভর্তি এ্যাপলো ডায়গানস্টিক সেন্টারের মার্কেটিং কর্মকর্তা আবুল কাশেম বলেন আমাদের ডায়গানস্টিক সেন্টারে র্কমরত রবিন ও ইউনিটি ডায়গানস্টিক সেন্টাওে র্কমরত খোকনের সাথে তুচ্ছ বিষয় নিয়ে তর্ক বিতর্ক হয়। কথা কাটাকাটির একপর্যায়ে খোকন রবিনকে হঠ্যাৎ মারধর শুরু করে। হইচই শুনে আমি সেখানে গিয়ে দুজনকে থামানোর চেস্টা করলে খোকন, শফি ও রিপন মিলে আমাকে ও রবিনকে বেধড়ক মারধর করে আহত করে। এক পর্যায়ে আমাদের স্টাফ আহাদ সেখানে আসলে তাকে ও তারা মারধর করে আহত করে। আমি বা আমাদের কোন স্টাফ ইউনিটি ডায়গানস্টিক এর লোকদের উপর হামলা করিনি। আমাদের উপর হামলা করার সময় তাদের নিজেদের হামলায় তারা নিজেরাই আহত হন।
সংর্ঘষের ঘটনায় আহত ইউনিটি ডায়াগনস্টিক সেন্টারের স্টাফ সাকিব বলেন আমরা কারো উপর হামলা করিনি বরং তাদের হামলায় আমাদের শফি ও হাছান নামের স্টাফরা আহত হয়।
ভোলা সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ এনায়েত হোসেন বলেন কারো কাছ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনী ব্যাবস্থা গ্রহন করা হবে।

এ ব্যাপারে জানতে ইউনিটি মেডিকেলের সত্তাধিকারী মনিরুল ইসলামের সাথে ফোনে কয়েবার যোগাযোগের চেস্টা করেও সম্ভব হয়নি

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।