দৌলতখানে আগুনে দুই ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

রোমানুল ইসলাম সোহেব, আমাদের ভোলা.কম।

দৌলতখানের সৈয়দপুর ৭ নং ওয়ার্ডের পরিষদ সংলগ্ন এলাকায় দুর্বৃত্তের আগুনে দুই ব্যবসা প্রতিষ্ঠানে পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ৪০ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান মালিক। গতকাল মঙ্গলবার রাত ১ টার দিকে সৈয়দপুর পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হল- মুদি দোকান মহিজল সাজী, চার দোকানদার ইমরান হোসেন। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, দৌলতখান সৈয়দপুর ৭ নং ওয়ার্ড পরিষদ সংলগ্ন এলাকায় রাত একটায় মহিজলের ব্যবসা প্রতিষ্ঠানে একদল দুর্বৃত্ত আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে মুহুর্তের মধ্যে আগুনের তীব্রতা ছড়িয়ে পড়ে দুই ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে তাদের দোকানে নগদ ৭০ হাজার টাকা ও দোকানের সকল মালামাল সহ প্রায় ৪০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা। এ ব্যাপারে দৌলতখান ফায়ার সার্ভিস কর্মকর্তা মোস্তফা কামাল জানান, খবর পেয়ে সাথে সাথে আগুনে পুড়া স্থানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।