ডুবন্ত কার্গো থেকে ৪ শ্রমিককে উদ্ধার করলো ভোলা নৌ পুলিশ

ইয়াছিনুল ঈমন , সম্পাদক, আমাদের ভোলা।

পূর্ব ইলিশা সদর নৌ থানা, ভোলা পুলিশ কর্তৃক একটি শ্বাসরুদ্ধকর সফল উদ্ধার অভিযান ।

গত দিবাগত রাত্র অর্থ্যাৎ ১৪/০৩/২০২১ ইং দিবাগত রাত্র ০৩.০০ ঘটিকার সময় মোবাইল নং- ০১৭৩৪-৭

…৩১ হইতে অত্র থানার আমার সরকারি নাম্বার ০১৩২০-১৬৭০৫০ -তে একজন অজ্ঞাতনামা ব্যাক্তি ফোনকলের মাধ্যমে কান্নাজড়িত কন্ঠে জানান যে, ’স্যার আমাদেরকে বাচান, এখন ভাটা জোয়ার এসে আর এক হাত পানি উঠলে আমরা ডুবে মারা যাব’। এরই মধ্যে জাতীয় জরুরি সেবা ৯৯৯ হইতে একটি ফোন আসে এবং জানান যে, ২৮০০ বস্তা শাহ সিমেন্ট বোঝাই এবটি বাল্কহেড ০৪ জন শ্রমিকসহ পানিতে ডুবে যাচ্ছে আপনারা তাহাদেরকে উদ্ধারে সাহায্য করুন। উক্ত সংবাদের ভিত্তিতে আমি একটি জলযান (তড়িৎ উদ্ধারের জন্য) স্পিডবোট নিয়ে অত্র পূর্ব ইলিশা সদর নৌ থানায় কর্মরত এস.আই/(নিঃ) মোঃ তৌহিদুর রহমান, এ.এস.আই (নিঃ)/ মোঃ শরীফুল ইসলাম, এ.এস.আই (নিঃ)/চন্দন পূরকায়স্থ, কং/৯৯২ মোঃ শহিদুল ইসলাম, কং/৯৪৩ মোঃ রেজাউল করিমদের প্রেরন করি এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ এ.এস.আই (নিঃ)/ মোঃ শরীফুল ইসলামের মোবাইল নাম্বার ৯৯৯ কে দিই। পরবর্তীতে রাত্রিবেলা উপরোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ রেখে নদীতে সারারাত ডুবে যাওয়া জলযানের খোজাখুজি করিতে থাকি। খোজাখুজির এক পর্যায়ে অদ্য ১৪/০৩/২০২১ ইং সকাল অনুমান ০৫.৪০ ঘটিকার সময় নৌযান (বাল্কহেড-আল্লাহর দান প্লাস) ডুবে যাওয়াস্থল পুর্ব ইলিশা সদর নৌ থানা হতে আনুমানিক ৭/৮ কিঃ মিঃ অদূরে ভোলা সদর থানাধীন রামদাসপুর এলাকার ডুবোচর হতে নৌ পুলিশের উদ্ধারকারী টিম ০৪ (চার) জন শ্রমিককে প্রায় ডুবে যাওয়া অবস্থা হইতে জীবিত উদ্ধার করা হয়। পরবর্তীতে তাহাদেরকে নৌ থানায় এনে জীবিত উদ্ধার ০৪ (চার) জন শ্রমিকদের সকালের খাবার প্রদানপূর্বক তাহাদের পরিবারের সাথে যোগাযোগ করিয়ে দেয়ার ব্যবস্থা করি। উদ্ধারপ্রাপ্ত শ্রমিকদের জিজ্ঞাসাবাদে তাহাদের নাম- ১। মোঃ আবুল কালাম (৩৫), পিতা- মোঃ মফিজ উদ্দিন বেপারী, সাং- বাউমহল, থানা- নলছিটি, জেলা- ঝালকাঠি, মোবা- ০১৭১০-৩৮৫২৫০, ২। মোঃ গিয়াস উদ্দিন (৩৬) , পিতা- আনছার উদ্দিন, সাং- তেতুলবাড়ীয়া, থানা- নলছিটি, জেলা- ঝালকাঠি, মোবা- ০১৭৩৬-২৬১৮৫১, ৩। মোঃ স্লোাইমান (১৯), পিতা- মোঃ আঃ রশিদ, সাং- খায়েরখটি দোরা, থানা- মঠবাড়ীয়া, জেলা- পিরোজপুর, মোবা- ০১৭৭৮-০৬৮৬৩৭, ৪। মোঃ রফিকুল ইসলাম (৬০), পিতা- মৃত নাজেম আলী হাওলাদার, সাং- পশ্চিম ঝালকাঠি, থানা+জেলা- ঝালকাঠি, মোবা- ০১৭৩৪-৭৭০৮৩১।

 

ঘটনা সম্পর্কে জানতে চাইলে উদ্ধারপ্রাপ্ত শ্রমিকরা জানান যে, গতকাল ১৩/০৩/২০২১ ইং তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকার সময় উক্ত শ্রমিকরা মুন্সিগঞ্জ জেলা হতে ঝালকাঠি জেলার উদ্দেশ্যে উক্ত সিমেন্ট বোঝাই বাল্কহেডটি নিয়া রওয়ানা করিলে চাঁদপুর জেলাধীন মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে। পরবতীতে নৌযানটি দিকবিদিক যাইয়া অবশেষে উক্ত ঘটনাস্থলে আসিয়া ডুবিয়া যায়। উক্ত সংবাদ পাইয়া মুন্সিগঞ্জ জেলা থেকে উক্ত নৌ যান এবং মালামালের লোকজন অদ্য ১৪/০৩/২০২১ ইং তারিখ সকাল অনমান ০৯.০০ ঘটিকার সময় ঘটনাস্থলে আসলে উক্ত ডুবে যাওয়া নৌযানটি নৌযানের মালিক ও মালামালের মালিককে সুস্থ অবস্থায় ০৪ (চার) জন শ্রমিকসহ মালামাল বুঝিয়ে দেওয়া হয়

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।