ভোলায় বোনকে টিকা দিতে নিয়ে এসে বখাটদের হামলার ঘটনায় আটক ২ কিশোর  

কাজী মহিবুল্লাহ আজাদ, আমাদের ভোলা:

ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বোনকে টিকা দিতে টিকা কেন্দ্রে নিয়ে এসে কয়েকজন বখাটে ছেলেদের হাতে হামলার শিকার হয়েছেন ভাই।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে টিকা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত জিসান (২১) খান সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের মৃত মামুন হোসেনের ছেলে।

টিকা নিতে আসা শিক্ষার্থী একই উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্র প্রসাদ প্রেপারটি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল মাওয়া। ছেলেটি সম্পর্কে মেয়েটির খালাতো ভাই হয়।

ঘটনার পর পুলিশের একটি টিম ঘটনার সাথে জড়িত দুই কিশোরকে আটক করেছে।

আটককৃত দুই কিশোর হলেন, পৌর ২নং ওয়ার্ড আমিন পিন্টুর ছেলে মো. আলিফ ও রাকিব হোসেনের ছেলে মো. শুভ।

আহত জিসান ঢাকা জানান, সকাল ৯ টার দিকে তাঁর খালাতো বোন জান্নাতুল মাওয়াকে টিকা দিতে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে আসে। জান্নাত টিকা নিতে লাইনে দাঁড়ানোর সময় জিসান পাশে দাঁড়ানো ছিল। একপর্যায়ে কয়েকজন বখাটে তাকে মাঠের পাশে নিয়ে ইট দিয়ে সজোরে আঘাত করলে তাঁর মাথা ফেটে রক্ত বের হয়। এবং সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয় এক যুবক তাকে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়।

চিকিৎসা শেষে দুপুর ১২টার দিকে জিসান বাদী হয়ে অজ্ঞাত ৫ থেকে ৭ জন কিশোরের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, টিকা কেন্দ্রে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাটি শুনে তিনিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছেন। ঘটনাস্থল থেকে আলিফসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।