জুডিসিয়ারী সহায়ক কর্মচারী পরিষদ ভোলা জেলা শাখার কমিটি গঠন

ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা.কম।
বাংলাদেশ জুডিসিয়ারী সহায়ক কর্মচারী পরিষদ ভোলা জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ২৭ ফেব্রুয়ারি বুধবার ভোলা যুগ্ম জেলা জজ কোর্ট মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল সদস্যদের সম্মতি নিয়ে একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে উপদেষ্টা পরিষদে উপদেষ্টা হিসেবে রয়েছেন মোঃ সামছুল কবির (প্রশাসনিক কর্মকর্তা – সিজেএম কোর্ট ),। মোঃ আমির হোসেন (বেঞ্চ সহকারি- জেলা জর্জ আদালত),। মোঃ আক্রাম আলী (সেরেস্তাদার – জজ কোর্ট), মোঃ নজরুল ইসলাম ( সেরেস্তাদার – জজ কোর্ট), কমল দেবনাথ (( সেরেস্তাদার – জজ কোর্ট),। মোঃ জুয়েল ( নাজির সিজেএম কোর্ট),। মৃনাল কান্তি দাস ( সিজেএম কোর্ট)।
কমিটির কার্যকরী পরিষদে সভাপতি মোঃ হোসেন শাহ (নাজির জর্জ কোর্ট),সহ সভাপতি – বিকাশ চন্দ্র মজুমদার ( কম্পিউটার অপারেটর সিজেএম কোর্ট),সহ- সভাপতি- মোঃ আলাউদ্দিন (সেরেস্তাদার জজ কোর্ট),সহ- সভাপতি – মোঃ জোবায়ের (স্টোনোটাইপিস্ট- সিজেএম কোর্ট), সাধারণ সম্পাদক – মোঃ নাজিম উদ্দিন ( ক্যাশিয়ার সিজেএম কোর্ট),যুগ্নসাধারণ সম্পাদক – মোঃ ফেরদাউস মাহমুদ (অফিস সহকারি- জর্জ কোর্ট),যুগ্নসাধারণ সম্পাদক – মোঃ মামুন হোসেন ( স্টোনোটাইপিস্ট- জর্জ কোর্ট),সহ সাধারণ সম্পাদক – মিজানুর রহমান ( অফিস সহকারি- জর্জ কোর্ট),সহ সাধারণ সম্পাদক- মোঃ সাইফুল ইসলাম (সিজেএম কোর্ট), সাংগঠনিক সম্পাদক – মোঃ আকতার হোসেন ( অফিস সহকারী জজ কোর্ট), সহ- সাংগঠনিক সম্পাদক – সাদমান শৌমিক ইসলাম ( অফিস সহকারী জর্জ কোর্ট), সহ- সাংগঠনিক সম্পাদক – আশরাফুল আমিন (ডেসপাস সহকারী সিজেএম কোর্ট)
অর্থ সম্পাদক – রতন কুমার (ক্যাশিয়ার জর্জ কোর্ট),দপ্তর সম্পাদক –মোঃ আমজাদ হোসেন ( রেকর্ড সহকারি সিজেএম কোর্ট), সমাজ কল্যাণ সম্পাদক – মু আব্দুল মালেক ( প্রসেসারভার সিজেএম কোর্ট), প্রচার সম্পাদক মোঃ আমজাদ হোসেন (প্রসেসারভার সিজেএম কোর্ট), মহিলা বিষয়ক সম্পাদক – মাসরুর জাহান (সেরেস্তাদার জজ কোর্ট), ক্রিয়া সম্পাদক – জুয়েল চন্দ্র দে (প্রসেসারভার জর্জ কোর্ট), আইন বিষয়ক সম্পাদক – শ্রীবাস চন্দ্র দাস (বেঞ্চ সহকারি সিজেএম কোর্ট), র্কায নির্বাহী সদস্য – হোসনেয়ারা (সেরেস্তাদার জজ কোর্ট), বাদশাই আলম (সেরেস্তাদার জজ কোর্ট) শাহানাজ আক্তার ( রেকর্ডকিফার সিজেএম কোর্ট), এমদাদ হোসেন (লাইব্রেরি সহকারি সিজেএম কোর্ট), মোঃ মুনসুর আলম ( প্রসেসারভার জর্জ কোর্ট), মোঃ রমজান আলী ( প্রসেসারভার জর্জ কোর্ট, মোঃ জাফর ইকবাল ( প্রসেসারভার জর্জ কোর্ট) মোঃ ইয়াকুব ফরাজী ( প্রসেসারভার সিজেএম কোর্ট), মোঃ রাকিবুল ইসলাম ( প্রসেসারভার সিজেএম কোর্ট)

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।