অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইতিহাস সৃষ্টি  করলেন ভোলার মেয়ে আনিশা

এম ইউ মাহিম, বিশেষ প্রতিনিধি। 

পৃথিবীখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতৃত্বদানকারী  সংগঠন (ছাত্র সংসদ)  অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়নের  সভাপতি নির্বাচিত হলেন আনিশা ফারুক। অক্সফোর্ডের ইতিহাসে আনিশা ফারুক  প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ও এশিয়া মহাদেশের দ্বিতীয় শিক্ষার্থী যিনি সভাপতি নির্বাচিত হলেন। ৭ই ফেব্রুয়ারি সন্ধ্যায় অক্সফোর্ডের ওয়েস্টন লাইব্রেরিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।তিন দফায় অনুষ্ঠিত ছাত্রদের প্রতিনিধিত্বশীল এই সংগঠনে চুড়ান্ত পর্বে  ১৫২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আনিশা ফারুক। এতে ৪৭৯২ জন ভোটার নির্বাচনে ভোট দিয়েছেন। অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়ন শুধু বিশ্ববিদ্যালয়ের  শিক্ষা নীতিনির্ধারন ও দাবী দাওয়া নিয়েই কাজ করেনা, জাতীয় শিক্ষা কারিকুলাম ও নীতিনির্ধারনেও কাজ করে থাকে।
আনিশার বাবা  মেজর (অবঃ)ফারুক আহামেদ, মেয়ের এই সাফল্যে খুবই আনন্দিত।তিনি বলেন, আনিশা দেশের মুখ উজ্জ্বল করেছে। নিজেকে তিনি খুব ভাগ্যবান বলে মনে করছেন।মেজর ফারুক জানান,আনিশা খুবই প্রচার বিমুখ স্কুল এবং কলেজে কৃতিত্বপুর্ন ফলাফলেও তাকে কোন মিডিয়ায় কথা বলানো যায়নি। ফারুক আহমেদ মেয়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।মেজর ফারুক আহমেদ ও   রেহানা চৌধুরীর এক ছেলে  এক মেয়ের মধ্যে প্রথম সন্তান আনিশা ফারুক আরেক সন্তান  জবরান ফারুক এ লেভেলে পড়ছে। ফারুক আহমেদের গ্রামের বাড়ি দ্বীপজেলা ভোলার সর্বদক্ষিনের চরফ্যাশন উপজেলায়।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।