ভোলায় শহীদ সালাম মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

ছোটন সাহা, বিশেষ প্রতিনিধি, আমাদের ভোলা.কম। 

ভোলা সদরের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান শহীদ সালাম মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৯ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারী) সকালে স্কুল প্রাঙ্গনে নানা আয়োজনের মধ্যদিয়ে এ অনুষ্ঠান হয়।
উত্তর দিঘলদী ইউপি সদস্য ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আ: মালেক মেম্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার মো: সিরাজুল ইসলাম শাওন।
বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরল কুমার সরকার, উত্তর দিঘলদী দাখিল মাদ্রাসার সুপার মাও. আবদুল খালেক মো: মনিরুজ্জামান, ভোলা আবদুর রব স্কুল এন্ড কলেজের প্রভাষক মে: মনিরুল ইসলাম, সমাজ সেবক সৈয়দ নজরুল ইসলাম, শহীদ সালাম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তাজুল ইসলাম, সহকারি আবদুল জলিল, সহকারি শিক্ষক আবির হোসেন, স্থানীয় শিক্ষানুরাগী মো: কামরুল ইসলাম, নাজনিন আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শহীদ সালাম মাধ্যমিক বিদ্যালয়টি পুরো এলাকায় সুনামের সাথে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। একইসাথে এলাকাবাসী, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবরাও স্কুলের সার্বিক সহযোগীতা করে আসছেন। শিক্ষার্থীদের পড়ালেখায় শিক্ষদের আন্তরিকতার কারনেই প্রতিবছরই এ স্কুল থেকে ভালো রেজাল্ট হয়ে থাকে। এ বছরও ভালো রেজাল্ট হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, বিদায় মানে বিদায় দেয়া নয়, শিক্ষার্থীদের লক্ষ্যে পৌছে দেয়া, এখান থেকেই দৃঢ মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এতে করে একদিকে যেমন প্রতিষ্ঠানের সুনাম অর্জিত হবে অন্যদিকে শিক্ষার্থীরাও শিক্ষিত হয়ে নিজেদের জীবন আলোকিত করতে পারবে। তাই সে লক্ষ্যে পৌছতে হলে পড়ালেখায় মনোযোগী হওয়ার পাশাপাশি পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছোটন সাহার প্রানবন্ত উপস্থাপনায় অনুষ্টানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ইকবাল হাওলাদার, শফি মোল্লা, মো কামাল হোসেন, সহকারি শিক্ষক কানাই চন্দ্র দেবনাথ, ছোটন দাস, বোলায়েত হোসেন পলাশ, মো: মহিউদ্দিন, তোফাজ্জল হোসেন, শিরিনা নাসরিন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শিপ্রা রানী, রাবেয়া আক্তার সহ শিক্ষার্থীদের অভিভাবক, এলাকাবাসী সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
এরআগে পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতাপাঠের মাধ্যমের অনুষ্টনের সুচনা করা হয়।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, খাদিজা আক্তার অর্থি এবং নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ১০ শ্রেনীর শিক্ষার্থী জয়ন্তি রানী। বিদায়ী শিক্ষার্থীদের হাতে পরীক্ষার সরঞ্জাম তুলে দেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ। পরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মহফিল পরিচালনা করেন মাওলানা মে: মনিরুল ইসলাম।

 

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।