কবি মোঃ আঃ কুদদূস এর কবিতা “অজানা স্বপ্ন”

কেউ আসে না, আসবেও না

তবুও এই প্রাণে দেরি সয় না।

কেউ না আসলেও দেখা হবে
কেউ না ভাবলেও মনে র’বে।

কী করে আমি ভুলিবো তারে
যে বাঁধা পড়েছে বিনে তারে।

তা হয়তো র’বে, বা দেখা হবে
তবুও প্রশ্ন, কখন কিংবা কবে?

সব ভুললেও কেউ তো থাকে
কেউ না থাকলে কিইবা থাকে?

সব হারালেও হয়তো কিছু রয়
কিছু না র’লে সবই তো হারায়।

কিছু নাহি র’লে বাঁচাও তো দায়
তবুও তো একভাবে বাঁচতে হয়।

কেউ বেঁচে র’বে বহুকাল হেথায়,
যেথায় অজানা স্বপ্নগুলো ঘুমায়।

৩ ডিসেম্বর ২০১৮
সমিল মুক্তক ছন্দ।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।