ভোলায় পুকুরে মিলল ৮ ইলিশ

বিশেষ প্রতিনিধি ,আমাদের ভোলা ।

ভোলায় চরফ্যাশনের পুকুর থেকে মিললো তাজা রুপালি ইলিশ। শুক্রবার দুপুরের ভোলার চরফ্যাশনের কুকরি-মুকরি ইউপির ৫ নম্বর ওয়ার্ডের আমিনপুর এলাকার একটি পুকুর সেচে আটটি ইলিশ মাছ পাওয়া গেছে। প্রতিটি ইলিশের ওজন প্রায় এক কেজি করে।
পুকুরে ইলিশ পাওয়ার খবর চারদিকে ছড়িয়ে পড়লে মাছগুলো দেখতে উচ্ছুক জনতারা ভিড় জমায়।

কুকরি-মুকরি এলাকার পরিবার উন্নয়ন সংস্থার ম্যানেজার মো. আনিচ হাওলাদার জানান, শুক্রবার সকাল থেকে ওই এলাকায় ইউপি চেয়ারম্যান হাসেম মহাজনের একটি মাছের ঘের সেচে মাছ ধরছিল স্থানীয় জেলেরা। ওই সময় অন্যান্য মাছের সঙ্গে আটটি ইলিশ পান তারা।

চরফ্যাশন প্রেস ক্লাবের সভাপতি ও কুকরি-মুকরি ইউপির চেয়ারম্যান হাসেম মহাজন জানান, আমার পুকুরে জেলেরা রুই, কাতলাসহ বিভিন্ন মাছের সঙ্গে ৮টি ইলিশ মাছ পেয়েছি। গত বর্ষায় জোয়ারের পানিতে পুকুরটি ডুবে যায়। ওই সময় হয়ত ইলিশগুলো পুকুরে প্রবেশ করে। পুকুর সেচে মাছ ধরার সময় ইলিশগুলো ধরা পড়ে।
বরিশাল বিভাগীয় মৎস্য অফিসের সহকারী পরিচালক এএসএম নাজমুল সালেহীন জানান, জোয়ারের পানিতে পুকুর তলিয়ে গেলে তখন হয়তো কোনো ইলিশ প্রবেশ করেছে। যদি পুকুরের পানি নোনা হয় এবং পুকুরে নদীর মতো খাবার পায় তাহলে ইলিশ বাঁচতে পারে।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।