বোরহানউদ্দিনে মেহেদির রং না শুকাতেই বিধবা হলেন সাথী

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ আমাদের ভোলা।

মেহেদির রং না শুকাতেই ঘাতক নসিমন কেড়ে নিল বোরহানউদ্দিন উপজেলার সোহাগ (২৫) নামক এক যুবকের প্রাণ। সদ্য বিবাহিত সোহাগ – সাথী দম্পতি শুক্রবার মোটরসাইকেল যোগে ঘুরে বাড়িতে ফেরার পথে সন্ধ্যায় মূলাইপত্তন এলাকায় দুর্ঘটনার শিকার হন। নিহত সোহাগ টবগী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আবু তাহেরের ছেলে।

প্রত্যক্ষদর্শী জাকির হোসেন ,কামাল হোসেন ও স্থানীয়রা জানান, শুক্রবার এ দম্পতি মোটরসাইকেল যোগে বোরহানউদ্দিনে ঘুরতে আসেন। সন্ধ্যায় বোরহানউদ্দিনের একটি ফার্মেসি থেকে ঔষধ নিয়ে টবগী ইউনিয়নের নিজ বাড়িতে ফেরার পথে আবুল বাজার নামক স্থানে বিপরীত দিক থেকে আসা নছিমনের সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে সোহাগ মারা যায়। মারাত্মক আহত স্ত্রী সাথী বেগম। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক উপসহকারী মেডিকেল অফিসার আবুল কালাম আজাদ জানান, হাসপাতালে পৌঁছার আগেই সোহাগ মারা যায়। স্ত্রী সাথী মারাত্মক আহত হওয়ায় ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহতের শশুর মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার মিলন ব্যাপারী জানান, তার মেয়ে সাথীর সাথে ভোলার বোরহানউদ্দিন উপজেলার সোহাগের মাত্র ৮ দিন আগে বিবাহ হয়।

বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ বশির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।