চরফ্যাশনে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের 

এম আবু সিদ্দিক, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি৷৷

ভোলার চরফ্যাশনে কালিয়া কান্দি গ্রামের গৃহবধূ খাদিজা নাসরিন কে শ্বাসরশ্বাসরোধে হত্যার অড়িযোগে প্রধান আসামী তাঁর স্বামীসহ ৬ জনকে অড়িযুক্ত করে আজ শুক্রবার চরফ্যাশন থানায় মো:সাইফুল ইসলাম রুবেল বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে৷
যার মামলা নং চ-০১/২০২১

আলোচিত এই হত্যা মামলার আসামিরা হলেন, খাদিজা নাসরিনের স্বামী- কামাল হোসেন, শশুর- আবুল হোসেন দেওয়ান, শাশুড়ী- তাহেরা খাতুন, দেবর- রাসেল, দেবরের স্ত্রী- তামান্না ও ননদ- রুমা৷

জানা যায়, চরফ্যাশন সরকারি কলেজের অফিস সহকারি খাদিজা নাসরিন(৩০)কে গত ২২ নভেম্বর রাতে তার শশুর বাড়ির লোকজন শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত হওয়ার পরে গলায় ওড়না পেচিয়ে তার কক্ষে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে৷ এরপর স্ব-পরিবারে বাসা থেকে পালিয়ে যায়৷ পরে এলাকাবাসী থানায় জানালে পুলিশ শয়নকক্ষের দরজা খুলে চেয়ারে হাটুভর করা ফ্যানের সাথে খাদিজার ঝুলন্ত লাশ উদ্ধার করে৷এরপর ময়নাতদন্তের জন্য ভোলা পাঠানোর দীর্ঘ ১মাস ২২ দিন পর পোস্টমর্ডেম রিপোর্ট এসেছে খাদিজা আত্নহত্যা করেনি তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে৷

খাদিজার ভাই সাইফুল ইসলাম রুবেল জানায়, আমরা এতোদিন ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছিলাম৷ যেহেতু ময়না তদন্তে ফলাফলে বোনকে তার পাষন্ড স্বামীসহ ঘরের লোকজন জড়িত থাকায় আজ চরফ্যাশন থানায় আমি বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছি৷
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি)হত্যা মামলার তথ্য নিশ্চিত করে বলেন, আমবা এই মামলার আসামিদের গ্রেফতারে চেষ্টা চালায়ে যাচ্ছি৷ আসামীরা বর্তমানে অন্যএ পলাতক রয়েছে৷

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।