ভোলায় আরো একজনের শরীরে করোনা শনাক্ত

ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা.কম।

ভোলার  দৌলতখান উপজেলায় আরো এক একজনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে ভোলায় ৯ জনে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ বুধবার রাতে ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনা আক্রান্ত ওই রোগী গত ৫ দিন আগে চট্রগ্রাম থেকে তার বাড়ি দৌলতখানের চরখলিফা ৬ নম্বর ওয়ার্ডে আসে। জেলার বাইরে থেকে আসায় ৯ মে কোন উপসর্গ না থাকলেও ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। আজ বিকেলে তার নমুনার রিপোর্ট পজেটিভ আসে। এদিকে বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই করোনা আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি লোকডাউন করার পাশাপাশি তাকে দৌলতখান হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন দৌলতখান হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিছুর রহমান।

ভোলা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, আজ বুধবার ভোলা থেকে ৬৪ জনের নমুনাসহ এ পর্যন্ত ভোলায় থেকে ৮৬৭ জনের নমুনা পরীক্ষার জন্য বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে ৪৮০ জনের নমুনা রিপোর্ট পাওয়া গেছে। তার মধ্যে ৯ জনের পজেটিভ ও বাকীদের নেগেটিভ । এছাড়া আক্রান্ত ৯ জনের মধ্যে ৫ জন সুস্থ হওয়ায় তাদের ছাড় পত্র দেয়া হয়েছে। আক্রান্ত বাকী ৪ জনের মধ্যে ২ জন ভোলা সদর হাসপাতালে, ১ জন দৌলতখান হাসপাতালে ও এক জন লালমোহনে হোম আইসোলেশনে রয়েছেন।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।