তেতুলিয়ার কবি মোঃ আঃ কুদদূস এর কবিতা “উদাসী”

উদাসী
মোঃ আঃ কুদদূস

ভুলবেই যদি এতোটা তাড়াতাড়ি
তাহলে কেনই বা তুমি
কালো কেশের পসরা সাজিয়ে
ডেকেছিলে দিবসযামী?

আমি তো পারি না মুদিতে নয়ন
একাকী নিরব নিরালায়
তোমার হাসি মাখা মায়াবী মুখ
দিন-রাত উদাসী বানায়।

এই আমাকে ভুলে, বেশ ফুরফুরে,
শান্ত, স্নিগ্ধ, সবুজ, সতেজ
মনে হয়, আজিকে তব চারদিকে-
কত ভালোবাসার আমেজ!

জীবনের রথ, সমুখে এগিয়ে চলে,
পিছনে ফেলে সুখের স্মৃতি
তুমিও তাই, ভুলেছো ফেলে আসা
সব-রসায়নের আহ্নিকগতি।

বাতাসের দোলে, কেয়াপাতা কাঁপে
হেরি বসে বসে সে কম্পন
আমার সবাই কেঁপে কেঁপে হারিয়ে
গেল, কেউ হলো না আপন।

যাও ভুলে চিরতরে জমানো মায়া,
অদৃশ্যের সূক্ষ্ম বন্ধন
ফিনফিনে পাতল শাড়ীতে, নিশীথে
এসো, হয়ে রাতের স্বপন।

৫ ডিসেম্বর ২০১৮
সমিল মুক্তক ছন্দ

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।