ভোলায় ক্লাব ভিত্তিক বির্তক প্রতিযোগী অনুষ্ঠিত

কাজী মহিবুল্লাহ  আযাদ, আমাদের ভোলা.কম।
কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে ভোলায় ক্লাব ভিত্তিক বির্তক প্রযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ভোলা আলী নগর বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল জাদুঘরে এই বির্তক প্রতিযোগী অনুষ্ঠিত হয়। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট এর সমন্বিত শিশু বিবাহ প্রতিরোধ (আইইসিএম) প্রকল্পের আয়োজনে ‘‘যুক্তি তর্কে বির্তক শক্তিশালী গনতন্ত্র” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলা সদর উপজেলার বিভিন্ন ক্লাবের সদস্যদের নিয়ে দুটি দলে বিভক্ত হয়ে এই প্রতিযোগীতা হয়। প্রতিযোগীতার বিষয় বস্তুু  নির্ধারন করা হয় ‘মোবাইল ফোন বন্ধ করে নয়,প্রযুক্তির সঠিক ব্যবহারই পারে কিশোর-কিশোরীদের সমস্যা দূর করতে’। প্রতিযোগীতায় বির্তাকিকরা তাদের বিভন্ন যুক্তি তর্কের মাধ্যমে তাদের মতামত তুলে ধরেন। প্রতিযেগীতায় তাদের বক্তব্য উপস্থানারা মাধ্যমে জানায়,কিশোর-কিশোরীদের অল্প বয়সে ফোন ব্যবহার করার ফলে প্রযুক্তির সাথে পরিচিতি হওয়ার ফলে নানা ধরনের সমস্যরা সম্মুখিন হচ্ছে।
দেশে ১৮ বছরের কম বয়সীদের মোবাইল ফোন ব্যবহারের নিয়ম নেই। অথচ প্রায় শহর অঞ্চলের ৭৭ ভাগ শিশু  বিধিনিষেধের  না মেনেই উৎসাহী কিছু শিশু-কিশোর ব্যবহার করছে আধুনিক প্রযুক্তির সব মোবাইল হ্যান্ডসেট। স্কুল-কলেজ পড়ুয়া শিশুদের হাতে হাতে এখন মোবাইল সেট। ফলে রাত জেগে ফেইসবুক ও ইউটিউব চালিয়ে একদিকে যেমন সময় নষ্ট হচ্ছে অন্যদিকে পড়াশোনা ক্ষতি হচ্ছে বলে জানায়। তাই মোবাইল ফোন ব্যবহার এর উপর অভিভাবক রাষ্ট্রের নিয়ন্ত্র থাকা জরুরী বলে বক্তার মত প্রকাশ করেন।
অন্য পক্ষ বলেন,প্রযুক্তি বা মোবাইল ফোন নিয়ন্ত্রন আনলেই সকল সমস্যার সমাধান হবে না। প্রতিটি কিশোর-কিশোরীকে ভালো বন্ধের তফাত বুঝাতে হবে বলে জানায়। প্রতিযোগীতায় পক্ষ দল বিজয়ী লাভ করেন। পক্ষ দলের সদস্যরা হলেন মো: রাফসান,মো: রাব্বি,বিবি আয়েশা,ফারজানা আক্তার তুলি। বিপক্ষ দলের সদস্যরা হলেন,মনছুরা আক্তার,আল-অমিন,মো: মিরাজ,হাজেরা বেগম ইমা । প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন কোস্ট ট্রাস্ট আইইসিএম প্রকল্পের এপিসি দেবাশীষ মজুমদার,আলী নগর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মামুন, রাশেদ উজ্জামান,প্রাগাম অফিসার মো: ইউনুছ, উপজেলা টেনিং এন্ড মনিটরিং অফিসার মো: জিয়া উদ্দিন এ্যাডভোকেসি এন্ড মিডিয়া অফিসার আদিল হোসেন , পিআর এডুকেটর রাব্বি,তামান্না প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।