‘বোরহানউদ্দিনের ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’: ডিআইজি

ইয়াছিনুল ইমন , আমাদের ভোলা.কম।

ভোলার বোরহানউদ্দিনে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের ৪ জন নিহতের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম। সোমবার দুপুরে ভোলা সার্কিট হাউজে ওই সংবাদ সম্মেলনে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের ৬ দফা দাবির বিষয়ে ডিআইজি বলেন, ‘কনসার্ন ডিপার্টমেন্টগুলো সবকিছু পর্যালোচনা করে ব্যবস্থা নেবে।’
তিনি বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। তদন্তের আগে কিছুই বলা যাবেনা। তদন্তের ফলাফলের পর যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আইনের মধ্যে চলে। আইনের বাইরে কেউ নয়, ঊর্ধ্বেও কেউ নয়। প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত আইন প্রযোজ্য।’
ফেসবুক প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা হাইলি টেকনিকেল বিষয়। বোরহানউদ্দিনের ফেসবুকের বিষয়টি ঢাকায় বিশেষজ্ঞের কাছে পাঠানো হয়েছে। তারা ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। সেখানের ফলাফলের পর ব্যবস্থা নেওয়া হবে।’

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।