লালমোহনে ‘ছেলে ধরা’ সন্দেহে আটক বাকপ্রতিবন্ধী যুবকের পরিচয় পেয়েছে

লালমোহন প্রতিনিধিঃ আমাদের ভোলা.কম। 

অবশেষে লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ এলাকায় ছেলে ধরা সন্দেহে জনগণ কতৃর্ক ধৃত বাঁক প্রতিবন্দী অজ্ঞাত নামা ব্যক্তির পরিচয় পাওয়া গিয়াছে। ঐ বাক প্রতিবন্দীর নাম আক্তার (২২) পিতা মৃত রত্তন মিয়া সাং চরছকিনা ৪নং ওয়ার্ড, কালমা ইউনিয়ন উপজেলা লালমোহন, জেলা ভোলা।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ঐ প্রতিবন্দীর মা আমেনা বেগম লালমোহন থানায় হাজির হয়ে জানান যে তার প্রতিবন্দ্বী ছেলে আক্তার তার ৩ ছেলের মধ্যে ছোট। বাকি দুই ছেলে মিজান ও আকবর। ২ মেয়ে আকলিমা ও মিম। আক্তার জন্মগত ভাবেই প্রতিবন্দি। স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের মাধ্যমে ঐ প্রতিবন্দির পরিচয় পাওয়ার পর তাকে তার মায়ের হেফাজতে অদ্য দেয়া হয়। উল্লেখ্য ২৪/৭/১৯ তারিখ বুধবার রাত ১১টার দিকে লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের মাদরাসা বাজার থেকে ওই প্রতিবন্দী আক্তারকে উদ্ধার করে পুলিশ।

লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির তাৎক্ষণিক পুলিশি ব্যবস্থার কারনে জীবনে বেঁচে গেলো প্রতিবন্দী আক্তার ।

লালমোহন থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান, গভীর রাতে খবর পাওয়ার পর পরই আমরা বাক প্রতিবন্ধী আক্তারকে তাৎক্ষণিক পুলিশি হেফাজতে রেখেছি এবং কোন ধরণের অঘটন ঘটতে দেইনি

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।