ভোলার রাজাপুরকে নদী ভাঙ্গন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন।

স্টাফ রিপোটার, আমাদের ভোলা.কম।

ভোলা বাচাও রাজাপুর বাচাও এই স্লোগান সামনে নিয়ে ভোলার নদী ভাঙ্গন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন রাজাপুরের ক্ষতিগ্রস্ত ৫ গ্রামের মানু্ষ। বৃহস্পতিবার সকাল ১১ টায় রাজাপুর কনকপুর থেকে চর মোহাম্মদ আলি পর্যান্ত মেঘনা নদীর পাড়ে এক কিলোমিটার্জেএলাকা জুড়ে প্রায় ১০০০ হাজার মানুষ ওই মানববন্ধন করেন। মানববন্ধনে এলাকার কৃষক, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন রাজাপুর ৪ নং ওয়াড, ৬নং ওয়াড, কন্দকপুর সহ ৪ টি গ্রাম প্রমত্তা মেঘনার করাল গ্রাশে বিলিন হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই প্রায় এক হাজারের ও বেশী পরিবার তাদের সহায় সম্বল হারিয়ে পথে বসেছেন। ঔ পরিবারগুলো সর্বস্ব হারিয়ে এখন মানবেতর জীবন যাপন করেছেন। নদী ভাঙ্গন রোধে দ্রুত পদক্ষেপ না নিলে অচিরেই রাজাপুর ইউনিয়নের অর্ধেকাংশ মেঘনা নদী গর্ভে বিলিন হয়ে যাওয়ার অাশংকা দেখা দিয়েছে। মেঘনা নদী ভাঙ্গন থেকে রাজাপুর কে রক্ষার জন্য মহা পরিকল্পনা গ্রহন ও দ্রুত বাস্তবায়নের জন্য মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা, সাবেক শিল্প- বানিজ্য মন্ত্রী ভোলা সদর আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি মহোদয় সহ বর্তমান পানি সম্পদ মন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজাপুর ইউনিয়ন ইউনিয়ন আঃলীগের সহ সভাপতি নজুরুল ইসলাম জামাদার,রাজাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার দলু ভুইয়া, রাজাপুর ওবায়দুল হক বাবুল মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছরোয়ার হোসেন। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাজাপুর ইউনিয়ন আঃলীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ রিপন খান, ৬নং ওয়াড আঃলীগের সভাপতি সাত্তার আকন,৬ নং ওয়াডড আঃলীগের সহ সভাপতি দুলাল খন্দকার সহ আরো স্থানীয় ইউপি সদস্য সহ অনেকে উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।