মানুষের সেবা করাই আমাদের ধর্ম হোক।

সোহেল মাহমুদঃ
ভ্রাম্যমান প্রতিনিধিঃ দেশের সেবা এবং সাধারন মানুষের পাশে থাকা যার জম্মগত পাওয়া রক্তে আছে মানুষের সুখে দুঃখে পাশে থাকার অঙ্গিকার  ডাঃআবিদুর রেজা চৌধুরী জিহাদ পেশায় ডাক্তার, দাদা ককসবাজার জেলার প্রানপ্রিয় নেতা মরহুম জালাল অাহম্মেদ চৌধুরী।  যিনি ককসবাজার জেলার উন্নয়নের রুপকার ছিলেন, আজো সাধারন মানুষের মনে প্রানে হ্নদয়ে  বহমান মরহুম জালাল আহম্মেদ চৌধুরীর নাম। বাবা  রেজাউল করিম চৌধুরী পিতার  অার্দশে অনুপ্রানিত হয়ে পিতার  মত দেশ সেবার অঙ্গিকার নিয়ে উপকুলী তথা অসহায় মানুষের সেবা প্রদানের সারা বাংলাদেশে সমাজ উন্নয়ন,কৃষি, মৎস্য,বন,স্বাস্থ্য,অাইন,ক্ষুদ্রঋণ দিয়ে সাধারন মানুষের ব্যবসা বানিজ্য সহায়ক প্রতিষ্ঠান  কোস্ট ট্রাস্টের  নির্বাহী পরিচালক হিসাবে কাজ করছেন।  দেশ বিদেশের সম্মননা ও মাননীয় প্রধান মন্ত্রীর স্নেহ। অসহায় মানুষের বিকল্প কর্মসংস্থান সৃস্টি, দেশ- বিদেশের  খবর, বিনোদন,স্বাস্থ্য সেবা সহ জরুরি সংবাদ প্রচারের জন্য  গড়েছেন রেডিও মেঘনা, নারীদের কর্মমুখী বিকল্প কর্মসংস্থান সৃস্টির করার লক্ষে প্রশিক্ষণ এবং চাহিদা অনুযায়ী বাজার দক্ষ কর্মী বাহিনী নিয়ে দেশের দারিদ্র কাজ করছে কোস্ট ট্রাস্ট। ডাঃ আবিদুর রেজা চৌধুরী  জিহাদ দাদা ও পিতার আর্দশ ধারন করে দেশ ও গ্রামের মানুষের স্বাস্থ্য সেবা করার জন্য ডাক্তারী পড়েন,এবং বিসিএস ( স্বাস্থ্য ) পাশ করেন, যেমন অাশা করেন মানুষ, আল্লাহ যদি হয় সহায়, নিজ জম্মভূমি ককসবাজার জেলার কুতুবদিয়া হাসপাতালে যোগদান করেন।উপজেলার সাধারন মানুষের মনে আনন্দে তাকে  ফুলের শুভেচ্ছা দিয়ে  ববন করেন। কুতুবদিয়ার উপজেলার নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর।তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।