প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ১০:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৫, ৮:১৩ পি.এম
ভোলায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটিতে আহবায়ক কিরন ও সদস্য সচিব আমিন খান

ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ভোলা জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে বীর মুক্তিযোদ্ধা মো. শফিউর রহমান কিরনকে আহ্বায়ক হিসেবে নিয়োগ করা হয়েছে এবং বীর মুক্তিযোদ্ধা বরেণ্য রাজনীতিবিদ আলহাজ্ব আমিনুল ইসলাম খান কে সদস্য সচিব ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে । মঙ্গলবার (৯ ডিসেম্বর) মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান এই নতুন কমিটিকে স্বীকৃতি প্রদান করেছেন।
এছাড়া, কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আবদুল হাদী মাসুদ এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে শেখ নুরুল ইসলাম ও মো. আসমত আলী মিয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উল্লেখ করা হয়েছে মো. ছাদেক, নুর-ই-আলম, মো. শাজাহান গাজী, মো. খোরশেদ আলম, মোহাম্মদ আলী জিন্নাহ, আবদুল মান্নান মুজাহিদী, মো. কাঞ্চন মিয়া, মো. শাহজল হক দালাল, বশির হাওলাদার, আবদুল করিম, শাহাবুদ্দিন মাস্টার, হোসেন মিয়া, গোলাম সরোয়ার, আজিজুল হক, আবুল কাশেম, এবং শাহ আলম পন্ডিত।
সম্পাদক ও প্রকাশক : ইয়াছিনুল ঈমন
Copyright © 2026 আমাদের ভোলা.কম. All rights reserved.