তেতুলিয়ার কবি মোঃ আঃ কুদদূস এর কবিতা ” বিজয় “

বিজয়
মোঃ আঃ কুদদূস

বছর ঘুরে আসল ফিরে
মহান বিজয় দিবস
আকাশ বাতাস বেজায় খুশি
মনে প্রাণে উল্লাস।

ডিসেম্বরের ষোল তারিখ
লাল সবুজের খেলা
সারাটি মাস জুড়ে এবার
বসবে বিজয় মেলা।

মুক্তিযুদ্ধ, গৌরব মোদের
বাঁচবার অহংকার
বিজয় দিনে ছুটবো দলে
নিয়ে সব অধিকার।

সবাই মিলে সবুজ মাঠে
হাসবো খুশির হাসি
বিজয় দিনে বাংলাদেশকে
অনেক ভালোবাসি।

জীবন ধরে এই অন্তরে
সবুজ শ্যামল এই দেশ
গর্ব ভরে ঘুরে বেড়াই
মস্তকে বীরের বেশ।

লক্ষ প্রাণের আত্মত্যাগে
আনলো যাঁরা বিজয়
ভালো তাদের বাসি মোরা
দিয়ে মোদের হৃদয়।

সবুজ মাঠের হলদে বর্ণে
অপরূপ বাংলাদেশ
বিজয় দিনে বেজায় খুশি
আনন্দের নাই কো শেষ।

বুকের মাঝে এই বাঙালির
রহিবে অমর প্রাণ
উঁচু করে রাখবো ধরে
এই স্বাধীনতার মান।

১ ডিসেম্বর ২০১৮
স্বরবৃত্ত ছন্দ

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।