অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব- আয়েবাপিসি’র পুর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা ।

রিপন শান, বিশেষ প্রতিনিধি, আমাদের ভোলা।

————-

ইউরোপে বসবাসকারী প্রবাসী বাংলাদেশী বংশোদ্ভূত সাংবাদিকদের বৃহৎ সংগঠন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব আয়েবাপিসির ৪১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠন ও নাম ঘোষণা করা হয়েছে।

 

গতকাল রবিবার ৫ ডিসেম্বর এক অনলাইনে

ভার্চুয়াল সভার মাধ্যমে ২০২১-২৩ সময়কালের জন্য এই পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। গতকালের এই

ভার্চুয়াল সভার সভাপতিত্ব করেন ইতালি থেকে আয়েবাপিসির সন্মানিত সদস্য কমরেড খোন্দকার। আর সঞ্চালনায় ছিলেন আয়েবাপিসির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশের একাধিক টিভি চ্যানেলের ইউরোপীয় প্রধান এসকে এমডি জাকির হোসেন সুমন। পুর্ণাঙ্গ কমিটিতে চ্যানেল আই এর সিনিয়র রিপোর্টার ও জার্মানীর ব্যুরো চিফ হাবিবুর রহমান হেলালকে সভাপতি ও ইতালি প্রবাসী এসকে এমডি জাকির হোসেন সুমনকে সাধারণ সম্পাদক এবং অষ্ট্রিয়া প্রবাসী ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চিফ মাহবুবুর রহমান কে প্রধান উপদেষ্টা করে নাম প্রকাশ করা হয় ।

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি : এনায়েত হোসেন সোহেল (ফ্রান্স), সহ-সভাপতি : সেলিম উদ্দিন ( যুক্তরাজ্য) ,সহ-সভাপতি : জাহিদ আলম মাসুদ (যুক্তরাজ্য), সহ-সভাপতি নাঈম হাসান পাভেল ( যুক্তরাজ্য), সহ-সভাপতি মেজবাহ উদ্দিন ( ইতালি ),

সহ-সভাপতি: শাহীন খলিল কাউসার (ইতালি), সহ-সভাপতি মোঃ জিয়াউর রহমান খান সোহেল ( ইতালি),

সাধারণ সম্পাদক : এস কে এমডি জাকির

হোসেন সুমন (ইতালি), যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ আল-আমিন (ইতালি), যুগ্ম সাধারণ সম্পাদক- সাবুল আহমেদ ( ফ্রান্স), যুগ্ন সাধারণ সম্পাদক- জহুরুল ইসলাম মুন

(পর্তুগাল), যুগ্ন সাধারণ সম্পাদক- এইচ এম দবির তালুকদার (স্পেন), কোষাধ্যক্ষ -মনির হোসেন (পর্তুগাল),

সাংগঠনিক সম্পাদক – ফখরুদ্দীন রাজি (স্পেন ), সাংগঠনিক সম্পাদক – শাহ মোহাম্মদ তানভীর আহমদ(পর্তুগাল ), সাংগঠনিক সম্পাদক – ইসমাইল হোসেন স্বপন (ইতালি), সাংগঠনিক সম্পাদক – শাহ সোহেল আহমেদ (ফ্রান্স), সাংগঠনিক সম্পাদক- কামরুজ্জামান ভূঁইয়া ডালিম (গ্রীস), সাংগঠনিক সম্পাদক- সজিব আহমেদ (মাল্টা), দপ্তর সম্পাদক- আল-আমিন হোসেন (ইতালি), প্রচার সম্পাদক- নুরুল আলম জনি (ইতালি), তথ্য বিষয়ক সম্পাদক -সামসুজ্জামান উদয়

(জার্মানী), সাংস্কৃতিক সম্পাদক- মোহাম্মদ উল্লাহ সোহেল -(ইতালি ), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক-কাজী মাহফুজ রানা (ইতালি), ক্রীড়া বিষয়ক সম্পাদক- মনিরুজ্জামান টিটু (স্পেন), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-খন্দকার মেভিজ

পরমা (গ্রীস), অভিবাসন বিষয়ক সম্পাদক- শাহ ইমরুল হাসান (গ্রীস), সমাজসেবা বিষয়ক সম্পাদক – আবদুল গাফফার আমান( সুইজারল্যান্ড), ধর্ম_বিষয়ক_সম্পাদক: কবির আহমেদ -(অষ্ট্রিয়া)।সন্মানিত সদস্য : মনিরুজ্জামান মনির (ইতালি), মাহবুবুর রহমান(অষ্ট্রিয়া), কমরেড খোন্দকার (ইতালি), জহিরুল ইসলাম (গ্রীস), ফয়জুল হক রানা (স্পেন), মোহাম্মদ তাহির হোসেন (পর্তুগাল), মাইদুল ইসলাম খান (অষ্ট্রিয়া), নাজনীন আখতার (ইতালি) উপদেষ্টা মন্ডলী : প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান(অস্ট্রিয়া), উপদেষ্টা- হাবীব চৌধুরী (ইতালি), উপদেষ্টা- এ কে এম জহিরুল ইসলাম (স্পেন), উপদেষ্টা- ড. মোহাম্মদ মুক্তার হোসেন (ইতালি), উপদেষ্টা- সৈয়দ কামরুল সারোয়ার (ইতালি) উপদেষ্টা- লোকমান হোসেন (স্পেন) ।

 

সভাপতির বক্তব্যে কমরেড খোন্দকার বলেন,

অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব (আয়েবাপিসি) ইউরোপে প্রবাসী সাংবাদিকদের বৃহৎ সংগঠন,

ইতিমধ্যে এই সংগঠনের নাম এবং লোগো রেজিস্ট্রেশন(Regd.No. 2892) করা হয়েছে।

তিনি আরও বলেন, এই সংগঠনের নাম এবং

লোগো যদি কমিটির সদস্য ব্যতীত অন্য কেউ ব্যবহার করেন তবে তার বা তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেয়া হবে ।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।