৩০ ডিসেম্বর ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে- তোফায়েল আহমেদ
ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা.কম ।
ভোলা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী তোফায়েল আহমেদ বলেছেন, ২০০১ সালে বিএনপি সারাদেশে সীমাহীন অত্যাচার চালিয়েছে। এবারও তারা ক্ষমতার স্বাদ পেলে এক লাখ মানুষ হত্যা করবে। তাই ব্যালটের মাধ্যমে বিএনপিকে জবাব দিতে হবে।
বুধবার দুপুরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, আওয়ামী লীগ দেশে যে উন্নয়ন করেছে তা বিএনপি করতে পারেনি। আমরা দারিদ্র্যের সীমা কমিয়েছি। যারা দেশকে পিছিয়ে নিতে চেয়েছিলো তাদের নয়, দেশের মানুষ নৌকাকেই ভোট দিবে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল বলেন, ভোলাতে আরো ১২’শ মেগাওয়াট বিদ্যৎকেন্দ্র হবে, শিল্প কারখানা হবে। দক্ষিনাঞ্চলের উন্নয়ন হবে এবং সিঙ্গাপুরের আদলে হবে ভোলা।
সংবাদ সম্মেলনে সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব এবং যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু উপস্থিত ছিলেন।