” হারানো বিজ্ঞপ্তি ” আমাদের ভোলা.কম
নামঃ মোঃ আমির হোসেন (২৫)
পিতাঃ আলতাব মিস্তি।
মাতাঃ মমতাজ বেগম।
ঠিকানাঃ ৩নং পশ্চিম ইলিশা চর পক্ষিয়া গ্রাম। আলতাব মিস্তি বাড়ি।
ছেলেটি গত (০১ ডিসেম্বর) শনিবার বিকাল ৪টার দিকে চর পক্ষিয়া গ্রামে দুলাভাইয়ের বাড়িতে দাওয়াত খেয়ে বাড়িতে ফিরার পথে হাঁড়িয়ে যান। ছেলেটির গায়ের রং কালো মুখে দাঁড়ি। হাঁড়ানোর সময় তার পরনে ছিলো সাদাকালো গে্ঞ্জি ও নীল রং এর লুঙ্গি। ছেলেটি বাক প্রতিবন্ধী।
যদি কোন সহ্নদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন। তাহলে নিম্নে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোঃ ফারুক হাসান ছেলেটির ভাই। ফোনঃ ০১৭০৫৩৪৮৩০৮
অথবাঃ মোঃ সালাউদ্দিন নাঈমঃ ০১৭০৬৬৯২৬৩৩ ( ছেলেটির বিয়্যাই)