মুক্তি পেয়েছে আসিফ আলতাফের ‘ব্যাকুল হৃদয়’

ইয়াছিনুল ইমন, আমাদের ভোলা।

মুক্তি পেয়েছে আসিফ আলতাফের মিউজিক ভিডিও ‘ব্যাকুল হৃদয়’। নিজের লেখা, সুর ও কম্পোজিশনে গানটি সোমবার সন্ধ্যায় গায়কের ইউটিউব চ্যানেল ‘আসিফ আলতাফ অফিসিয়াল;-এ মুক্তি দেওয়া হয়।

ব্যাকুল হৃদয় নিয়ে গায়ক বলেন, ‘হারানো সুখ খুঁজে ফেরার চেষ্টা করা হয়েছে গানটিতে। বেশি কিছুদিন প্রতিবাদী ও ভিন্নধর্মী গান করলাম। হঠাৎ করে গানটা মাথায় এলো। তখন মনে হলো, হয়ে যাক একটা মিষ্টি বিরহী গান।’

তিনি বলেন, ‘দেশের বাইরে মনোরম পরিবেশে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। দর্শক এই গানে মন, কান ও চোখের আরাম অনুভব করবেন।’

সোয়েব আহমেদের পরিচালনায় মনমুগ্ধকর একটি ভিডিও নির্মাণ হয়েছে যা গানের আবেদনে বাড়তি মাত্রা যোগ করবে বলে তিনি জানান।

ব্যাকুল হৃদয়ের ভিডিওগ্রাফিতে ছিলেন- সোয়েব আহমেদ ও আসিফ নোমানী। ড্রোন পাইলটের দায়িত্ব পালন করেছেন শাহিল পাসওয়ান, ভিডিও এডিট ও কালার করেছেন ফখরুল ইসলাম।

ক্যারিয়ারের প্রথম দিকে ‘জুতো’ এবং ‘যন্ত্র’ গান দিয়ে স্বকীয়তা প্রকাশ করেন আসিফ আলতাফ।

জীবনমুখী গানের শিল্পী নচিকেটা চক্রবর্তীর সঙ্গে ‘কাঁটাতার’, ‘লক্ষ্য একই’ শিরোনামে করেন দুটি গান।

এরপর শ্রোতাদের একের পর এক উপহার দেন ন্যান্সির সঙ্গে ‘সুবহি সাদিক’, লগ্নজিতা চক্রবর্তীর সঙ্গে ‘দূরত্ব’ ও ‘প্রেমে পড়ি’। গানগুলো বাংলাদেশের পাশাপাশি ভারতের বাংলা ভাষাভাষী শ্রোতারা পছন্দ করেছেন।

তার গাওয়া ‘টাকা’ শিরোনামের গানটি এক কোটির বেশি দর্শক দেখেছেন। ‘দালালের বন্যা’ও শুনেছেন কয়েক কোটি দর্শক।

উল্লেখিত গানগুলো ছাড়াও আসিফ আলতাফের ‘আমার পাড়ায়’, ‘ঠিক হাজার বছর পর’, ‘এক কাপ চা’, সুফি ঘরানার গান ‘ফিকির’সহ বেশকিছু গান ভিন্নধর্মী শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।