ভোলা সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বিজয় দিবস উপলক্ষে আলোচান সভা ও দোয়া মাহফিল
কাজি মহিবুল্লাহ, আমাদের ভোলা.কম।
মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান জানিয়ে সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ভোলায় বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত রবিবার বিকেল ৩টায় অত্র কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতেই কলেজের রেফ্রিজারেটরর ছাত্র ইব্রাহীমের দোয়া পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেফ্রিজারেটর বিভাগের প্রধান আব্দুস সালাম, চীফ ইন্সট্রাক্টর বাবুল চন্দ্র সন্নামত, জুনিয়র ইন্সট্রাক্টর (এসি) অজি উল্লাহ, জুনিয়র ইন্সট্রাক্টর (ইলেকট্রিক) মিজানুর রহমান, কম্পিউটার ইনচার্জ সামসুল ইসলাম, ইন্সট্রাক্টর গোলাম কিবরীয়া, আমাদের অর্থনীতি ও তৃতীয় মাত্রা প্রতিনিধি ইয়াছিনুল ইমন, মাওলানা সিরাজুল ইসলাম প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক ভোলার বাণীর সম্পাদক মুহা: মাকসুদুর রহমান, রিপোর্টার মাহে আলম।
আলোচনা সভায় বক্তারা স্বাধীনতার যুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ যারা নিজেদের জীবন বাজি রেখে বাংলাদেশ স্বাধীন করেছেন তাদের উপরে বিস্তারিত আলোচনা করা হয়। এবং ছাত্র-ছাত্রীদেরকে মুক্তিযুদ্ধের উপর বই পুস্তকসহ বিভিন্ন পন্থায় জ্ঞান অর্জন করার জন্য অনুরোধ জানান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অত্র স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ আনিছুর রহমান।