ভোলায় DFC ONLINE SHOP BHOLA এর উদ্ভোধন
স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশের অনলাইন ব্যবসা ধারনাটি নতুন হলেও তরুণরা এগিয়ে আসছে এ ব্যবসায়। ঘরে বসে শপিং করতে পারবে ভোলাবাসি DFC ONLINE SHOP BHOLA” এই স্লোগানে দ্বীপ জেলা ভোলার মানুষের জন্য ঘরে বসে কেনাকাটার সুবিধা সম্পূর্ণ একটি অনলাইন শপ DFC ONLINE SHOP BHOLA ।
শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে DFC ONLINE SHOP BHOLA । এই অনলাইন শপে ভোলার সকল ক্রেতারা ঘরে বসেই অর্ডার করতে পারবেন। করোনার এই দুরবস্থার মধ্যে ভোলার অসহনীয় যানজট ভোগ করে শপিং সেন্টারে গিয়ে শপিং করা থেকে মুক্তি পেতে ভোলা সদর উপজেলায় ফ্রি হোম ডেলিভারী এবং ভোলার অন্যান্য উপজেলার জন্য ডেলিভারি চার্জ প্রযোজ্য। ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে DFC ONLINE SHOP BHOLA ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয়রা।