ভোলায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
কাজী মহিবুল্লাহ আযাদ , আমাদের ভোলা.কম।
ভোলা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যলয়ের সম্মেলন কক্ষে ৩৮জন শহীদ মুক্তিযোদ্ধা ও ৩১ জন বীর মুক্তিযোদ্ধাদেরকে সংর্বধনা প্রদান করেন ভোলা জেলা প্রশাসক।
সংর্বধনা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু, স্থানীয় সরকার বিভাগ উপ-পরিচালক মাহামুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান ও ভোলা সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ মোশারেফ হোসেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ, সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অহিদুর রহমান।
এসময় বক্তারা বলেন ৩০লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া আমাদের এই বাংলাদেশ এখন শান্তির প্রতিক। বর্তমানে যে মুক্তিযোদ্ধারা বেচে আছেন আমরা তাদেরকে শেষ পর্যন্ত আমাদের হৃদয়ের মাঝে আগলে রাখব।