ভোলায় বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা.কম।
ভোলায় আলোচনা সভা, কেক কাটা ও র্য্যালীর মধ্যদিয়ে বৈশাখী টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হ‌য়ে‌ছে। ২৭ ডি‌সেম্বর শুক্রবার ১১টায় ভোলা প্রেসক্লা‌বে এ প্র‌তিষ্টা বা‌র্ষিকী উদযা‌পিত হয়। প্রেসক্লাব সভাপ‌তি এম হা‌বিবুর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে অা‌লোচনা সভায় বক্তব্য রা‌খেন প্রেসক্লাব সম্পাদক অ‌মিতাভ রায় অপু, প্রেসক্লাব সা‌বেক সম্পাদক  সামস উল অালম মিঠু।

এসময় আরো উপ‌স্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সহসভাপতি  মোঃ ওমর ফারুক, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হারুন অর র‌শিদ, বাংলা‌দেশ প্র‌তি‌দিন প্র‌তি‌নি‌ধি জুন্নু রায়হান, দৈ‌নিক জনকন্ঠ প্র‌তি‌নি‌ধি হা‌সিব রহমান, একু‌শে টি‌ভি প্র‌তি‌নি‌ধি মেজবাহ উ‌দ্দিন শিপু, ৭১ টে‌লি‌ভিশন প্র‌তি‌নি‌ধি কামরুল ইসলাম,বাসস প্র‌তি‌নি‌ধি হাসনাইন হো‌সেন মুন্না, মোহনা টে‌লি‌ভিশন প্র‌তি‌নি‌ধি জ‌সিম রানা, চ্যা‌নেল 24 প্র‌তি‌নি‌ধি অা‌দিল হো‌সেন তপু, দৈ‌নিক ভো‌রের কাগজ প্র‌তি‌নি‌ধি এইচ এম না‌হিদ, স্বাধীন বাংলা প্র‌তি‌নি‌ধি মিজানুর রহমান, দখিনের মুখ এর ব্যুরো চীফ ইউনুছ শরীফ প্রমূখ। অনুষ্টা‌নে স্বাগত বক্তব্য রা‌খেন, বৈশাখী টে‌লি‌ভিশন প্র‌তি‌নি‌ধি হোসাইন সাদী। অনুষ্টান‌টি উপস্থপনা ক‌রেন সাংবা‌দিক ম‌শিউর রহমান পিংকু। অনুষ্টান শে‌ষে এক‌টি র্য্যালী শহর প্রদ‌ক্ষিন ক‌রে।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।