ভোলায় প্রান্তিক গ্রাহকদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ
ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা.কম।
ভোলায় ১০টাকা হিসাবধারীদের জন্য ২০০ কোটি টাকার আবর্তনশীল পুঃন অর্থায়ন স্কীমের আওতায় লীড ব্যাংক পদ্ধতিতে প্রান্তিক গ্রাহকদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শহরের হোটেল প্যাপিলন সম্মেলন কক্ষে ভোলা জেলার সকল তফসিলি ব্যাংকের আয়োজনে ও ব্যাংক এশিয়ার লিডারশীপে ১৬টি ব্যাংকের ৩২ জন গ্রাহকের মাঝে প্রকাশ্যে এ ঋণ বিতরণ করা হয়।
এ সময় ব্যাংক এশিয়া লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ আবুল হাসেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক ভোলা জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক সতি প্রশন্ন দত্ত, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক বিরেন্দ্র চন্দ্র।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক চরফ্যাশন শাখার ব্যবস্থাপক মো. শামস উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক ভোলা শাখার এ.জি.এম মো. জুলহাস, রূপালী ব্যাংক ভোলা শাখার এ.জি.এম সৈয়দ আজাদ হোসেন, সোস্যাল ইসলামী ব্যাংক ভোলা শাখার ম্যানেজার মো. জামাল হোসেন, ব্যাংক এশিয়া ভোলা শাখার ম্যানেজার মাসুদুর রহমানসহ ঋণ গ্রহীতা প্রান্তিক গ্রাহকরা।
##