ভোলায় নৌ বাহিনীর টহল শুরু

ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা.কম।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ভোলায় সোমবার সকাল থেকে নৌ বাহিনী টহল শুরু করেছে। এর আগে রোববার সন্ধ্যায় বন্দর নগরী চট্রগ্রাম থেকে ৭০০ সদস্যের একটি দল ভোলায় এসে পৌছায়। প্রত্যেকটি উপজেলায় দুজন করে নৌ বাহিনী পদস্ত কর্মকর্তার অধিকে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে তাদের কার্যক্রম শুরু করেন। আগামী ২ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে টহল ও অন্যান্য আভিযানিক কার্যক্রম পরিচালনা করবেন তারা।

ভোলার জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, নৌ বাহিনীর সদস্যরা ভোলায় এসে পৌছেছেন। সোমবার থেকে জেলার ৭ উপজেলায় তাদের টহল কার্যক্রম শুরু হয়েছে। এর আগে রোবার রাতে নৌ বাহিনীর কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসনের বৈঠক শেষে নৌ কর্মকর্তা ও সদস্যরা তাদের দায়িত্ব ভাড় বুঝে নেন।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।