ভোলায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ইয়াছিনুল ঈমন, সম্পাদক, আমাদের ভোলা।
ভোলায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজেইউএস-এর হল রুমে রবিবার সংস্থার কর্মীদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এসময় সংস্থার বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন- সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন ।
এসময় আরো উপস্থিত ছিলেন ক্ষুদ্রঋন পরিচালক জাকির হোসেন, কর্মসূচি পরিচালক হুমায়ূন কবীর, লিগ্যাল এডভোকেসি এন্ড কমপ্লায়েন্স পরিচালক এ্যাডভোকেট বীথি ইসলাম, হিসাব ও অর্থ বিভাগেরর অতিরিক্ত পরিচালক মোস্তফা কামাল, প্রশাসন ও মানব সম্পদ বিভাগের অতিরিক্ত পরিচালক আজাদ হোসেন ও সংস্থার অন্যান্য সিনিয়র কর্মকর্তাবৃন্দ।