ভুয়া মেয়র আটক!

অনলাইন ডেস্ক, আমাদের ভোলা.কম।

গাজীপুরে মেয়র পরিচয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা দাবি ও আদায়ের অভিযোগে এক প্রতারককে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের সদস্যরা। আটককৃতের নাম ইমদাদুল হক সোহেল (৩২)। সে সিরাজগঞ্জ জেলা সদরের চরবনবাড়িয়ার কলিম উদ্দিন শেখের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ মনজুর রহমান সোমবার সন্ধ্যায় জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলমের পরিচয়ে শিল্প মালিক, প্রশাসনসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা দাবি ও আদায় করে আসছিল।

বিষয়টি মেয়র জাহাঙ্গীর আলমের দৃষ্টিগোচর হলে তিনি তা গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে অবহিত করেন। পরে মেট্রোপলিটনের গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সোমবার সকালে ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে প্রতারক সোহেলকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসবাদে সে প্রতারণার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি প্রতারণার মামলা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র – যমুনা অনলাইন

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

জুলাই ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।