বোরহানউদ্দিনে বৃদ্ধের গলা কাটা লাশ উদ্ধার
বোরহানউদ্দিন প্রতিনিধি, আমাদের ভোলা.কম।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের দেউলা শিবপুর গ্রামে নশু মিয়া (৫২) নামে এক ব্যক্তির গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ ৷
শনিবার সকালে স্থানীয়রা নিহত নশু মিয়াকে রাস্তার উপর গলাকাটা অবস্থায় তাকে পরে থাকতে দেখে থানায় খবর দেয় ৷ পরে, ওসি ম.এনামুল হকসহ সঙ্গীয় ফোর্স ঘটনা স্থলে যান এবং ময়না তদন্তের জন্য লাশ নিয়ে আসেন ৷
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ওসি ম.এনামুল হক জানান, কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও স্পষ্ট নয় ৷ তবে পরিবারের অভিযোগে সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদের জন্য বোরহানউদ্দিন থানা নিয়ে আসা হয় ৷ সে এখন থানা হেফাজতে রয়েছে ৷ পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে ৷