বোরহানউদ্দিনে জেলে পল্লীতে শীত বস্ত্র বিতরণ
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ আমাদের ভোলা.কম।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের মেঘনা নদীর পারে জেলে পল্লিতে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত গরীব শীতার্তদের মাঝে ১শত পিচ কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার রাতে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ বশির গাজী উপস্থিত হয়ে শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করেন। এসময় পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাগর হাওলাদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ এফ নাজমুস সালেহীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার, ইউপি সচিব আসরাফ উদ্দিনসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
ছবি ক্যাপশন ঃ বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে রাতে জেলে পল্লিতে ইউএনওর কম্বল বিতরণ।
বোরহানউদ্দিন প্রতিনিধি ঃ
তাং ২৩-১২-১৯ ইং।