বঙ্গবন্ধুকে ভালোবেসে ১ টাকায় চা বিক্রি করেন দৌলতখানের আলম মোর্শেদ
বিশেষ প্রতিনিধি, আমাদের ভোলা।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে ১ টাকায় চা বিক্রি করেন মোঃ আলম মোর্শেদ।আলম মোর্শেদ ভোলা জেলার দৌলতখান উপজেলার ৩নং চরপাতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি ঐ জায়গার নাম রাখেন মুজিব নগর।
গোলাম মোর্শেদ বলেন আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ শুনে অনুপ্রানীত হই। তিনি আরো বলেন আমি আজ ২০ বছর ধরে ১ টাকায় চা বিক্রি করে আসছি এবং যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ততদিন ১ টাকায় চা বিক্রি করে যাব।
তিনি সরকারের প্রতি আবেদন জানান,তার রাখা ঐ জায়গার নাম যেন মুজিবনগর করা হয় এবং ঐ সড়কটির নাম মুজিবনগর সড়ক করা হয়।