ফেইক ফেসবুক আইডি থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভোলার বাণী’র সম্পাদক
ডেস্ক রিপোর্ট ॥ দৈনিক ভোলার বাণীর সকল পাঠক ও শুভানুধ্যায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে নিম্নের স্ক্রিনশট দেওয়া আইডিটি দৈনিক ভোলার বাণীর নয়। দৈনিক ভোলার বাণীর একটি মাত্র ফেসবুক পেইজ যার লিংক https://m.facebook.com/story.php?story_fbid=4535835363201661&id=100003257272443 এবং একটি মাত্র ফেসবুক গ্রুপ যার লিংক https://www.facebook.com/groups/1678197238901701/?ref=share_group_link ছাড়া আর কোনো ফেসবুক আইডি, পেইজ বা গ্রুপ নেই।
গত কয়েকদিন পূর্বে ভোলার বাণী নামে কে বা কাহারা একটি ফেইক ফেসবুক আইডি খুলে বিভিন্ন ধরণের কুৎসা রটাচ্ছে এবং নানানরকম বিভ্রান্তি সৃষ্টি করছে। বিষয়টি দৈনিক ভোলার বাণীর দৃষ্টিগোচর হওয়ার পর এই ফেইক আইডির বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার নং-৩৫০, তারিখ-০৮/১২/২০২১ইং। এমতাবস্থায় এই আইডি সম্পর্কে সকলকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহমান।