পশ্চিম ইলিশায় নৌকা প্রতিকের উঠান বৈঠক অনুষ্ঠিত

আকতারুল ইসলাম আকাশ, আমাদের ভোলা.কম।

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা সদর আসনের মনোনীত প্রার্থী বানিজ্যমন্ত্রী আলহাজ্জ্ব তোফায়েল আহমেদকে বিজয় করার লক্ষে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান করেছেন ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্জ্ব গিয়াস উদ্দিন আহমেদ। আজ (০২ ডিসেম্বর ) রবিবার বিকাল ৪টার দিকে ইলিশা ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ছগির মাষ্টার বাড়িতে এক উঠান বৈঠকে এই আহ্বান করেন তিনি। এই সময় ভোটারদের উদ্দেশ্য অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ছগির আহমেদ মাষ্টার , সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির,০১নং ওয়ার্ডের কেন্দ্র কমিটির আহ্বায়ক আঃখালেক মেম্বার, আলমগীর মাষ্টার, রুহুল আমিন মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মিয়া, সামসু মিয়া জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক, ইউনিয়ন আওয়ামীলীগের সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সবুজ হোসেন,ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তানভীর আহমেদ, ইউনিয়ন আওয়ামীলীগের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক মিলন বাউস, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল বশার পাটোয়ারী, মানিক মোড়াধার, লাল মিয়া বাড়ই, কামাল মেম্বার, মামুন বেপাড়ী, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগমসহ স্থানীয় আওয়ামী ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এই সময় চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ বলেন, নেতা তোফায়েল আহমেদ আমাদের ভোলাবাসীর অভিবাবক। নেতা আছে বলেই বেঁচে আছে ভোলা। একসময় এই ইলিশা ছিলো চরের মতো, ছিলোনা একটা পাকা রাস্তা বা ব্রীজ। নেতা নৌকায় বিজয়ী হয়ে পাল্টিয়ে দিয়েছে ইলিশা সহ পুরো ভোলার চিত্র। একসময় এই ইলিশা ছিলো অন্ধকারে ঘেরা। আজ প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছেন এই বীর নেতা চাকরি দিচ্ছেন শিক্ষিত লোকদেরকে। তাই এই বীর নেতাকে তার অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করার জন্য আপনারা আবারও নৌকায় ভোট দিবেন। মনে রাখবেন ৩০ তারিখ সারাদিন তোফায়েল আহমেদকে বিজয় করতে নৌকা মার্কায় ভোট দিন। এ সময় উপস্থিত সকল নেতাকর্মী, সাধারণ জনগণ হাত তোলে সম্মতি জানান। পরে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে উঠান বৈঠকটি। পুরো অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইউনিয়ন আওয়ামী যুব লীগের সভাপতি জাকির কাজী।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।