পদ্মা সেতু শেখ হাসিনার সর্বশ্রেস্ট উপহার —-এমপি জ্যাকব

এম আবু সিদ্দিক, চরফ্যাসন (ভোলা)প্রতিনিধি
যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন,জামাত- বিএনপির ষড়যন্তের কারনে বিশ্বব্যাংক পদ্মাসেতুর অর্থায়ন বাতিল করা সত্তেও জননেএী শেখ হাসিনার সাহসী পদক্ষেপে আজ বাস্তবে দৃশ্যমান রুপ নিয়েছে৷ পদ্মাসেতু বিশ্বের কাছে বাংলাদেশের আত্নমর্যাদা বৃদ্ধি করেছে৷এই সেতু চালুর পরে দক্ষিণান্ঞলের উন্নয়নে অভূতপূর্ব অবদান রাখবে এবং দেশের সামগ্রীক অর্থনৈতিক উন্নতি হবে৷ গতকাল ১৮ ডিসেন্বর শুক্রবার ভোলার চরফ্যাসনে চর কলমী ইউনিয়নে অসহায় শীতার্থ মানুষের হাতে শীতবস্ত্র (কন্বল) বিতরন অনুস্ঠানে প্রধান অতিথির বাক্তব্যে তিনি এসব কথা বলেন৷এরপর দুপুরে তিনি চরফ্যাসন উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দরিদ্র অসহায়দের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ৪৫ জনকে ১৩ লক্ষ ৪৫ হাজার টাকা অর্থ সহায়তার চেক তুলে দেন৷