নানা আয়োজনে ভোলা হানাদার মুক্ত দিবস পালিত
মো.খাইরুল ইসলাম (হৃদয়), ভোলা
ভোলা ১৯৭১ সালের আজকের এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় দ্বীপজেলা ভোল। দিবসটি উপলক্ষে ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালি ও ভোলা জেলা পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় একটি র্যালি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা পরিষদ অডটোরিয়ামে ভোলা মুক্ত দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মমিন টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক মোঃ তৌফিক-ইলাহী চৌধুরী,,সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম)। এছাড়াও ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তৌহিদুর রহমান, ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আছাদুজ্জামান,ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন,,বীর মুক্তিযোদ্ধা দোস্ত মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম, সহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানগন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
ছবি সংযুক্ত
ইয়াছিনুল ঈমন, ভোলা প্রতিনিধি।
10.12.22