তজুমদ্দিনে লটারীতে আমন ধান সংগ্রহের কৃষক নির্বাচন
তজুমদ্দিন প্রতিনিধি , আমাদের ভোলা.কম।
তজুমদ্দিনে সচ্ছতার সাথে আমন ধান ক্রয়ের জন্য লটারীর মাধ্যমে প্রকৃত কৃষক যাচাই বাচাইয়ের ব্যবস্থা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশ্রাফুল ইসলাম। সোমবার বিকালে নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা ধান সংগ্রহ কমিটির উপস্থিতিতে লটারী অনুষ্ঠিত হয়। এবছর উপজেলার ৬ হাজার ৫ শত কৃষক ধান সংগ্রহের জন্য আবেদন করেন। এদের মধ্য থেকে লক্ষমাত্রা অনুযায়ী ৮ শত ১৫ জন কৃষককে লটারীর মাধ্যমে নির্বাচন করা হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অঃ দাঃ) আবু সাঈদ জানান, আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত ধান সংগ্রহ চলবে। প্রতি কেজি ২৬ টাকা দরে ১২ শত ৬০ মেঃটন আমন ধান সংগ্রহের লক্ষমাত্রা নেয়া হয়েছে। খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আঃ রহমান জানান, একজন কৃষকের নিকট সর্বনিম্ম ১২০ কেজি থেকে সর্বোচ্চ ৩ হাজার কেজি ধান সংগ্রহ করা যাবে। এসময় আরো উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাসেদ খান, মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) আমির হোসেন, প্রেসক্লাব সভাপতি মোঃ রফিক সাদী প্রমুখ।