তজুমদ্দিনে গাঁজা সহ মাদকসেবী আটক
সাইফুল ইসলাম সাকিব,তজুমদ্দিন প্রতিনিধি।
ভোলার তজুমদ্দিনে পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ এক সেবনকারীকে আটক করেন। পরে পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করেন।
থানা পুলিশ সুত্রে জানা যায়, রবিবার রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই হেদায়েতুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম শশীগঞ্জ উত্তর বাজারে জিয়াউদ্দিনের মুদি দোকানের সামনে অভিযান চালায়।
এ সময় ১০ গ্রাম গাঁজাসহ মাকসুদকে (৩২) আটক করে। পরে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরণ করেন। আটক মাকসুদ চাঁদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাজিকান্দি গ্রামের আঃ মালেক সিকদারের ছেলে।